St. Erik Brewery

একটি আলুর চিপসের দাম ৬০০ টাকা! আছেটা কী?

পকেটে খুচরো পাঁচ টাকা থাকলে অনায়াসেই একটি ‘হাওয়া ভর্তি’ লোভনীয় পোট্যাটো চিপসের প্যাকেট পাওয়া যায়। সুস্বাদু, মুখরোচক, ক্রিস্পি নানা বিশেষণ যুক্ত এই চিপস আট থেকে আশি সবার জিভে জল আনে। কিন্তু যদি কোনও পোট্যাটো চিপসের একটি প্যাকেট ৩ হাজার টাকা দাম হয়, তা হলে হয়ত জিভের ডগায় জল এসেও শুকিয়ে যেতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ১৬:১৩
Share:

দাম ৬০০ টাকা!

পকেটে খুচরো পাঁচ টাকা থাকলে অনায়াসেই একটি ‘হাওয়া ভর্তি’ লোভনীয় পোট্যাটো চিপসের প্যাকেট পাওয়া যায়। সুস্বাদু, মুখরোচক, ক্রিস্পি নানা বিশেষণ যুক্ত এই চিপস আট থেকে আশি সবার জিভে জল আনে। কিন্তু যদি কোনও পোট্যাটো চিপসের একটি প্যাকেট ৩ হাজার টাকা দাম হয়, তা হলে হয়ত জিভের ডগায় জল এসেও শুকিয়ে যেতে পারে। একদমই, দাম শুনে পিলে চমকাবারই কথা। বিশ্বের সবচেয়ে দামি পোট্যাটো চিপস তৈরি করেছে সেন্ট এরিক নামে এক সুইডিশ পানীয় প্রস্তুতকারী সংস্থা। এই বিশেষ প্যাকেটের একটি চিপসের দাম ‘মাত্র’ ৬০০ টাকা। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, চিপসের ভিতর এমন কী রয়েছে? কেনই বা এত মূল্যের চিপস বানালো এই কোম্পানি? জেনে নিন এক নজরে।

Advertisement

আরও পড়ুন- এই খাবারগুলো খেলেই মন খারাপ মাস্ট!

আরও পড়ুন- পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঘুরবেন শীতকালে

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement