প্রতি বছরের মতো চলতি বছরও যেন ঘটনার ঘনঘটায় ছেয়ে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, রিও অলিম্পিক্স থেকে পোকেমন গো— কী নেই সেই তালিকায়! আর সে সব কিছুই হ্যাশট্যাগের বাঁধনে টুইটারে ধরা পড়েছে। নেটিজেনদের উৎসাহে জোয়ার এসেছে সোশ্যাল মিডিয়ার সাগরে। চলতি বছরে কোন কোন হ্যাশট্যাগ বাজারমাত করল? কোনটাই বা সবচেয়ে ট্রেন্ডিং, সবচেয়ে হ্যাপেনিং ছিল? তা জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।
আরও পড়ুন: জিমে গিয়ে নয়, বাড়িতে থেকে মাত্র ১০ মিনিটেই মেদ ঝরান