Lifestyle News

টেলিভিশনে ফেসবুক ভিডিও দেখতে বাজারে নয়া অ্যাপ

স্মার্ট টিভি-তে ফেসবুকের ভিডিও দেখতে অসুবিধায় পড়েন? এ বার সেই সমস্যা মেটাতে অ্যাপ আনবে ফেসবুক। ওই অ্যাপ ডাউনলোড করে নিলেই স্মার্ট টেলিভিশনে একসঙ্গে দেখতে পাবেন ফেসবুকের ভিডিও এবং নিউডফিড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪০
Share:

স্মার্ট টিভি-তে ফেসবুকের ভিডিও দেখতে অসুবিধায় পড়েন? এ বার সেই সমস্যা মেটাতে অ্যাপ আনবে ফেসবুক। ওই অ্যাপ ডাউনলোড করে নিলেই স্মার্ট টেলিভিশনে একসঙ্গে দেখতে পাবেন ফেসবুকের ভিডিও এবং নিউজফিড। মূলত নেটিজেনদের কথা মাথায় রেখেই শীঘ্রই এই অ্যাপ আনবে ফেসবুক।

Advertisement

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন, অ্যাপল টিভি, স্যামসাং স্মার্ট টিভি ও অ্যামাজন ফায়ার টিভি-র অসংখ্যা গ্রাহকেরা অ্যাপ স্টোর থেকে এই নয়া অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু, তাতে কী কী সুবিধা মিলবে? ফেসবুকের তরফে জানানো হয়েছে, টেলিভিশনের পর্দায় নিউজফিড পড়ার জন্য স্ক্রল করলেই ভিডিও বন্ধ হয়ে যায়। এ বার একই পর্দায় ভিডিও দেখার পাশাপাশি নিউজফিডও পড়া যাবে। তা ছাড়া, নিউজফিড দেখতে গেলে আপনা থেকেই ফেসবুক ভিডিও-র সাউন্ড বন্ধ হয়ে যায়। ভিডিওতে ট্যাপ করেই ফের তা চালু করতে হয়। এই অ্যাপ থাকলে নেটিজেনদের আর সেই অসুবিধা হবে না।

আরও পড়ুন

Advertisement

অ্যাসপিরিনেই কাবু হতে পারে ক্যানসার! পথ দেখালেন ২ ভারতীয়

এর জন্য কর্মীও নিয়োগ করা হচ্ছে বলে চলতি মাসেই জানিয়েছেন ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন