Lifestyle News

জিও-ফোন থেকে হোয়াটসঅ্যাপ করা যাবে না!

যাঁরা জিও ফোনের জন্য হাপিত্যেশ করে বসে আছেন তাঁদের জন্য দুঃসংবাদ। নয়া ফোনে মিলবে না হোয়াটসঅ্যাপ করার সুবিধা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১৩:২২
Share:

হোয়াটসঅ্যাপকে টক্কর দিতেই এই সিদ্ধান্ত মুকেশ অম্বানীর। ছবি: সংগৃহীত।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। মাসে ১৫৩ টাকার রিচার্জেই মিলবে জিও-র ফোর-জি ফোন। এর জন্য প্রথমে দেড় হাজার টাকা জমা রাখতে হবে গ্রাহককে। তিন বছর পর তা ফেরত পাবেন তিনি। তবে যাঁরা জিও ফোনের জন্য হাপিত্যেশ করে বসে আছেন তাঁদের জন্য দুঃসংবাদ। নয়া ফোনে মিলবে না হোয়াটসঅ্যাপ করার সুবিধা।

Advertisement

গত ২১ জুলাই এই জিও-র হ্যান্ডসেটটির কথা ঘোষণা করেন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানী। সে সময় তিনি জানিয়েছিলেন, মাসে মাত্র ১৫৩ টাকা রিচার্জেই এই ফোনে ফোর-জি স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এ ছাড়াও ছিল একগুচ্ছ সুযোগ সুবিধার কথা।

আরও পড়ুন

Advertisement

চিরুনি, পারফিউমেরও রয়েছে এক্সপায়ারি ডেট!

তবে, হোয়াটসঅ্যাপ ছাড়া যাঁদের সময় কাটতে চায় না। অফিসের কাজেই হোক বা বন্ধবান্ধবদের সঙ্গে আড্ডায়— সারা ক্ষণ যাঁরা মেতে থাকেন তাঁদের অনেকেই জিও ফোন নিলে মনমরা হবেন। জিও ফোনে এই অ্যাপ থাকবে না। তার বদলে জিও চ্যাট নামে অ্যাপের সাহায্যে কথাবার্তা চালাতে পারবেন ইউজাররা।

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত পরিসংখ্যান অনুয়ায়ী, এ দেশে ২০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তা সত্ত্বেও জিও ফোনে কেন নেই হোয়াটসঅ্যাপ? গ্যাজেট-গুরুদের একাংশের মতে, সম্ভবত হোয়াটসঅ্যাপকে টক্কর দিতেই এই সিদ্ধান্ত মুকেশ অম্বানীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement