Health

বাড়িতেই সুস্থ হয়ে যাচ্ছেন যাঁরা, ভবিষ্যতে তাঁদের কোভিডের গুরুতর প্রভাবের সম্ভাবনা কম

ল্যানসেট প্রত্রিকায় প্রকাশিত এক রিপোর্ট বলছে, যে কোভিড আক্রান্তেরা বাড়িতেই সুস্থ হয়ে যাচ্ছেন, তাঁদের ভবিষ্যতে এই রোগের ভয়ঙ্কর প্রভাব পড়ার সম্ভাবনা কম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৬:১১
Share:

প্রতীকী ছবি। ছবি: সংগৃহিত

উপর্গহীন বা মৃদু উপসর্গ যাঁদের ছিল, যাঁরা বাড়িতেই নিভৃতবাসে থেকে সুস্থ হয়ে উঠেছেন, ভবিষ্যতে কোভিডের গুরুতর প্রভাব দেখা দেওয়ার সম্ভাবনা তাঁদের মধ্যে অনেকটাই কম। এমনটাই জানা যাচ্ছে, ‘দ্য ল্যানসেট ইনফেকশিয়াস ডিজিজেস জার্নাল’এ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী।

Advertisement

অনেক কোভিড রোগীর ক্ষেত্রেই দেখা যায় সুস্থ হয়ে ওঠার পরও কখনও কখনও জটিল শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী, যাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়নি কোভিড চিকিৎসার জন্য, তাঁদের মধ্যে এই ধরনের কোনও জটিলতা তৈরি হওয়ার কম। তবে সেরে ওঠার পরও অনেকেই নিয়মিত ডাক্তারের পরামর্শ নিচ্ছেন।

স্বাস্থ্য বিমার নথিভুক্তিকরণ, ডাক্তারদের রেকর্ড মিলিয়ে ডেনমার্কের জনসংখ্যার উপর একটি সমীক্ষা করা হয়েছিল। সেই অনুযায়ী এই রিপোর্ট তৈরি হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন