Life style news

বেশির ভাগ ক্যানসারের জন্য দায়ী খারাপ ‘ভাগ্য’, দাবি বিজ্ঞানীদের

শুধু লাইফস্টাইল নয়, ক্যানসারের বেশির ভাগটাই নাকি নির্ভর করে ভাগ্যের উপর! বিজ্ঞানীদের দাবি, বেশির ভাগ ক্ষেত্রেই এমন কিছু কারণে ক্যানসার হয়ে থাকে যার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ থাকে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ১২:৪৪
Share:

প্রতীকী ছবি

শুধু লাইফস্টাইল নয়, ক্যানসারের বেশির ভাগটাই নাকি নির্ভর করে ভাগ্যের উপর! বিজ্ঞানীদের দাবি, বেশির ভাগ ক্ষেত্রেই এমন কিছু কারণে ক্যানসার হয়ে থাকে যার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ থাকে না। আমেরিকার বাল্টিমোরে জন্স হপকিন্স কিমেল ক্যানসার সেন্টারের একদল গবেষক এই তথ্য সামনে এনেছেন। শুক্রবার সায়েন্স জার্নালে তা প্রকাশিত হয়েছে।

Advertisement

ভারত-সহ ৬৯টি দেশের ৩২ রকমের ক্যানসার রোগীদের উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, ৬৬% ক্যানসারই কপিং এরর-এর জন্য হয়। বাকি ২৯% ক্যানসার নির্ভর করে রোগীর লাইফস্টাইল এবং পরিবেশের উপর। আর মাত্র ৫% ক্যানসার বংশ পরম্পরায় সঞ্চারিত হয়।

আরও পড়ুন: সারবে অ্যালঝাইমারস! আলো দেখালেন বিজ্ঞানীরা

Advertisement

আমাদের শরীরে অবিরাম কোষ বিভাজিত হয়ে চলেছে। এই বিভাজনের সময় ডিএনএ-ও বিভাজিত হয়। একটি ডিএনএ ভেঙে দু’টি তৈরি হয়। এই সময় ডিএনএ-র সমস্ত জেনেটিক কোডগুলি কপি হয়। বিভাজনের এই ধাপেই ভুলভ্রান্তি হয়ে যায়। যাকে বলা হয় কপিং এরর। কপিং এরর-এর ফলে জেনেটিক কোড বদলে যায়। অনেক সময় তা এতটাই বদলে যায় যে জিনের মিউটেশন ঘটে তা ক্যানসারের জিনে পরিণত হয়। এই ভাবে কপিং এরর-এর ফলে যে সমস্ত ক্যানসার হয়ে থাকে, লাইফস্টাইল বা পরিবেশের কোনও প্রভাব তার উপর থাকে না। কোনও কিছু করেই এই ধরনের কপিং এরর নিয়ন্ত্রণে রাখা যায় না।

উদাহরণ হিসাবে বিজ্ঞানীরা প্যানক্রিয়েটিক ক্যানসারের প্রসঙ্গ উল্লেখ করেছেন। তাঁরা জানাচ্ছেন, যে সমস্ত রোগী এই ক্যানসারে আক্রান্ত হন, দেখা গিয়েছে তাঁদের ৭৭% ক্ষেত্রে কপিং এরর হয়েছে। বাকি কারণগুলির মধ্যে ১৮% ধূমপান ও অন্যান্য পরিবেশগত ফ্যাক্টর এবং ৫% জন্মগত সূত্রে পাওয়া। অর্থাত্ লাইফস্টাইলের উপর নিয়ন্ত্রণ এনে ধূমপান এবং পরিবেশগত ফ্যাক্টরের থেকে পাওয়া ওই ১৮% ক্যানসারের থেকে আমরা রেহাই পেতে পারি। কিন্তু প্যানক্রিয়েটিক ক্যানসারের যে ৭৭% কপিং এরর-এর মাধ্যমে হচ্ছে তার উপর কোনও নিয়ন্ত্রণ আমাদের নেই। বিজ্ঞানীদের মতে, এই ‘এরর’ কার হবে এবং কার হবে না তা পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।

তবে সমস্ত ধরনের ক্যানসারের ক্ষেত্রেই যে কপিং এরর সবচেয়ে বেশি দায়ী থাকে, তা নয়। প্যানক্রিয়াটিক ক্যানসারের মতো প্রস্টেট, ব্রেন এবং হাড়ের ক্যানসার বেশির ভাগটাই কপিং এরর-এর ফল। আবার যেমন ফুসফুস এবং খাদ্যনালী এবং মুখের ক্যানসারের বেশির ভাগটাই নির্ভর করে ধূমপান এবং পরিবেশগত ফ্যাক্টরের উপর। তাই শুধুমাত্র ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত-পা গুটিয়ে বসে থাকলেও চলবে না। ক্যানসার থেকে নিজেকে বাঁচাতে আপনার লাইফস্টাইল নিয়ন্ত্রণ করাটাও আবশ্যিক বলে বিজ্ঞানীরা জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন