Lifestyle News

এ বছর জামাই ষষ্ঠী হোক একটু স্বর্ণালি

শহরের বিভিন্ন গয়নার দোকানে পেয়ে যাবেন পছন্দসই বাহারি ডিজাইন। বাজেট মতো বেছে নিতে পারবেন জামাইয়ের উপহার।

Advertisement

মধুবন্তী রক্ষিত

শেষ আপডেট: ৩০ মে ২০১৭ ১৮:২৭
Share:

এ বছর জামাই ষষ্ঠীতে সোনার টুকরো জামাইকে কী দেবেন ভাবছেন? একঘেয়ে পঞ্জাবি-পাজামার বদলে অন্য কিছু দিতে চাইছেন? সোনা দিলে কেমন হয়? দারুণ না? কিন্তু বাজেটের কথা ভাবছেন? জেনে নিন কী ভাবে বাজেটের মধ্যে থেকেই জামাইকে দিতে পারেন দারুণ উপহার।

Advertisement

শহরের বিভিন্ন গয়নার দোকানে পেয়ে যাবেন পছন্দসই বাহারি ডিজাইন। বাজেট মতো বেছে নিতে পারবেন জামাইয়ের উপহার। আবার জামাইরাও যদি চান তাদের প্রিয় শাশুড়িকে উপহার দিতে তা হলেও পেয়ে যাবেন নানা রকম দামের সুন্দর গয়না। শাশুড়ি ট্রাডিশনাল হোন বা আধুনিক, সব রকম সম্ভারই রয়েছে এই সব দোকানে।

পি সি চন্দ্র জুয়েলার্স

Advertisement

এখানে জামাইদের জন্য রয়েছে বিপুল কালেকশন। আংটি থেকে শুরু করে গলার চেন, ব্রেসলেট, পঞ্জাবির বোতাম এবং আরও অনেক কিছু। সোনার ঘ়ড়ি, চশমার ফ্রেমও মজুত। তবে তা আজকালকার জামাইদের পছন্দ নাও হতে পারে।

ফ্যাশনেবল জামাইদের জন্য আদর্শ উপহার ২২ ক্যারাট খাঁটি সোনার আংটি। খুব ভারী বা জমকালো ডিজাইন নয়। হালকা ডিজাইনের উপর ৫-৭ গ্রাম ওজনের আংটি বা সোনার ব্যান্ড পেয়ে যেতে পারেন ২৬-৩৫ হাজারের মধ্যে।

আরও পড়ুন

জামাইয়ের সাজ জবরজং নয়, হোক ফুরফুরে

জামাই যদি শৌখিন হন তা হলে দিতে পারেন ট্রাডিশনাল বোতাম। ১২ গ্রামের মধ্যেই পেয়ে যাবেন সুন্দর বোতাম। দাম পড়বে ৪২ হাজার মতো। বাজেট বেশি থাকলে সোনার চেন বা ব্রেসলেটও দিতে পারেন।

শাশুড়িদের জন্যও রয়েছে আকর্ষণীয় পেন্ডেন্ট। ৪ গ্রামের মধ্যেই পেয়ে যাবে অসংখ্য ডিজাইন। বয়স এবং রুচি অনুযায়ী বেছে নিতে পারেন ২২ ক্যারাট খাঁটি সোনার মিনাকারি পেন্ডেন্ট। দাম পড়বে ১৫ হাজার টাকার মতো।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

জামাইষষ্ঠীতে উপহার দেওয়ার জন্য সেনকোর অভিজাত সোনার গয়না অনন্য। জামাই এবং শাশুড়ি দুজনের জন্যই পেয়ে যাবে অভিনব ডিজাইনের গয়না। জামাইয়ের জন্য রয়েছে সোনার চেন, আংটি, ব্রেসলেট। ২২ ক্যারাট সোনার হালকা চেনের দাম পড়বে ২৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। খাঁটি সোনার ব্রেসলেটের দাম ঘোরাফেরা করবে ৫০ হাজার থেকে ১ লাখের মধ্যে। সোনার আংটির দাম শুরু ১৫ হাজার টাকা থেকে। ২০-২৫ হাজার টাকা খরচ করতে পারলে পেয়ে যাবেন হিরে বসানো আংটিও।

শাশুড়ির জন্য রয়েছে আভিজাত্যে মোড়া সোনার পেন্ডেন্ট। পছন্দ ও বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন ৭-২০ হাজার টাকার মধ্যে। সোনার চেনের দাম শুধর ২০ হাজার টাকা থেকে। সবচেয়ে সুন্দর উপহার হতে পারে একজোড়া কানের দুল। সেনকোর সোনার দুলের কালেকশন অনবদ্য। দাও তেমন বেশি কিছু নয়। মাত্র ১৫ হাজার টাকায় পেয়ে যাবেন হিরে বসানো দুল।

শ্যামসুন্দর জুয়েলার্স প্রাইভেট লিমিটেড

জামাইকে চেন, আংটি, রিস্টলেট, পঞ্জাবির বোতাম, কাফলিঙ্কস যাই দিতে চান না কেন সব কিছুই পেয়ে যাবেন শ্যামসুন্দর জুয়েলার্সে। এ ছাড়াও রয়েছে সোনার ফ্রেম এবং বেল্ট বাকল। শাশুড়ির জন্য রয়েছে শ্যামসুন্দরের বিষ্ণুপুর কালেকশন। চেনের সঙ্গে আকর্ষণীয় পেন্ডেন্ট।

জামাইষষ্ঠীর জন্য বিশেষ অফারও চলছে শ্যামসুন্দর জুয়েলার্সে। পাবেন সোনার গয়নার মজুরির উপর ১৫ শতাংশ ছাড়। হিরের গয়নার এমআরপি-র উপরও থাকছে ১৫ শতাংশ ছাড়। এ ছাড়াও প্রতিটা কেনাকাটার সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার।

তাই মাছ, মিষ্টি আর মাটনের সঙ্গে জামাই আদরে থাকুক সোনালি ছোঁয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন