Viral

Kacha Badam: কাঁচা বাদাম এ বার বিদেশে, কন্যার সঙ্গে নাচে ঝড় তুললেন পর্তুগিজ বাবা

নেটমাধ্যমে ঝড় তোলা এই গানের সঙ্গে ইতিমধ্যেই তাল মিলিয়েছেন অজস্র মানুষ। সেই ‘কাঁচা বাদাম’ গানের সুর এ বার পৌঁছে গেল বিদেশেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৪
Share:

বাংলা গানের সঙ্গে পর্তুগিজ বাবা-মেয়ের নাচ। ছবি: ভিডিয়ো থেকে প্রাপ্ত।

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান শোনেননি এমন মানুষ পশ্চিম বাংলায় খুঁজে পাওয়া দুর্লভ। কিন্তু এ বার কাঁচা বাদামের সুর পৌঁছে গেল বিদেশেও। নেটমাধ্যমে ঝড় তোলা এই গানের সঙ্গে ইতিমধ্যেই তাল মিলিয়েছেন অজস্র মানুষ। এ বার সেই তালিকায় যুক্ত হল পর্তুগিজ পিতা ও কন্যার জুটি।

Advertisement

ভুবন বাদ্যকর। নিজস্ব চিত্র।

ইনস্টাগ্রামে প্রকাশ করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, স্নানঘরে নাচ করছেন খুদে কন্যা। আর তার সঙ্গেই সমান তালে নাচ করতে দেখা যাচ্ছে পিতাকে। ইতিমধ্যেই চল্লিশ হাজারের থেকেও বেশি মানুষ নেটমাধ্যমে পছন্দ করেছেন ভিডিয়োটি।
প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার সময়ে তিনি এই গানটি গেয়ে থাকেন। নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছে ভুবনের গান।

যিনি নেটমাধ্যমে এই নাচের ভিডিয়োটি প্রকাশ করেছেন, তাঁর নাম পাবলো। নেটমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যাও কিন্তু নিছক কম নয়। প্রায় সাড়ে ন’লক্ষ মানুষ তাঁকে ফলো করেন ইনস্টাগ্রামে। রইল সেই ভিডিয়ো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement