EMI on Mangoes

আম কিনতে ‘ইএমআই’! গরমে যেন ব্যবসায় ভাটা না পড়ে, নতুন ব্যবস্থা নিলেন পুণের ফলবিক্রেতা

শখের ‘আলফানসো’ আমের দাম শুনলেই চক্ষু চড়কগাছ। সেই আম যাতে সহজেই মানুষ খেতে পারেন, তাই অভিনব এক উপায় বার করেছেন পুণের এক আমবিক্রেতা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৭:২৬
Share:

আলফানসো আমের দাম সাধারণ আমের তুলনায় অনেকটাই বেশি। ছবি: সংগৃহীত।

দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। ফলে রোজের বাজার করতেই নাভিশ্বাস উঠছে আমজনতার। কিন্তু গরমকালে মানুষ আম খাবেন না? শখের আলফানসো আমের দাম শুনলেই চক্ষু চড়কগাছ। সেই আম যাতে সহজেই মানুষ খেতে পারেন, তাই অভিনব এক উপায় বার করেছেন পুণের এক আমবিক্রেতা। আগে আম খেয়ে, পরে মাসিক কিস্তিতে বা ‘ইএমআই’ পদ্ধতিতে দাম দেওয়ার সহজ বিকল্প রেখেছেন তিনি।

Advertisement

গৌরব সান্‌স নামের ওই আমবিক্রেতা জানিয়েছেন, আলফানসো আমের দাম সাধারণ আমের তুলনায় অনেকটাই বেশি। এই মরসুমে ডজন প্রতি ৮০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে এই আম। তাই ইচ্ছা থাকলেও অনেক ক্রেতাই আম কিনতে পারছেন না। বাড়ি, গাড়ি যদি ‘ইএমআই’-তে কেনা যায়, তবে আম কেনা যাবে না কেন? গৌরব বলেন, “এই আম কিনতে গেলে ক্রেডিট কার্ড থাকা আবশ্যিক। ন্যূনতম ৫ হাজার টাকার কেনাকাটার উপর পাওয়া যাবে এই সুবিধা।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন