Face Scan

অন্য ফোনে তোলা ছবিতেও নাকি আনলক হয়ে যাচ্ছে স্যামসং গ্যালাক্সি এস ৮

সদ্য লঞ্চ হয়েছে স্যামসং-এর সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি এস ৮ এবং ৮ প্লাস। আগামী ২১ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে এই দুটি মডেল। কিন্তু বাজারে আসার আগেই বিতর্কের মুখে স্যামসং গ্যালাক্সি এস ৮ তার নতুন ফিচার। স্যামসং-এ যে সব ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম হল অত্যাধুনিক প্রযুক্তির সিকিউরিটি। এই দুটি মডেলেই মিলবে আইরিশ সিকিউরিটি (চোখের মণি স্ক্যান), ফিঙ্গার স্ক্যান, পিন, প্যাটার্ন এবং ফেস রেকগনাইশন (মুখ স্ক্যান)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৪:৫২
Share:

'মুখ-স্ক্যান' নিয়ে বিতর্ক!

সদ্য লঞ্চ হয়েছে স্যামসং-এর সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি এস ৮ এবং ৮ প্লাস। আগামী ২১ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে এই দুটি মডেল। কিন্তু বাজারে আসার আগেই বিতর্কের মুখে স্যামসং গ্যালাক্সি এস ৮ তার নতুন ফিচার।

Advertisement

স্যামসং-এ যে সব ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম হল অত্যাধুনিক প্রযুক্তির সিকিউরিটি। এই দুটি মডেলেই মিলবে আইরিশ সিকিউরিটি (চোখের মণি স্ক্যান), ফিঙ্গার স্ক্যান, পিন, প্যাটার্ন এবং ফেস রেকগনাইজেশন (মুখ স্ক্যান)। আইরিশ সিকিউরিটি স্যামসংয়ের আগে মডেলে দেখা গেলেও ফেস রেকগনাইশন একেবারে নতুন। তাই এ নিয়ে উত্সাহ কম নেই মোবাইল প্রেমীদের মনে।

আরও পড়ুন- ইনফিনিটি ডিসপ্লে, স্পিড আর কড়া নিরাপত্তা নিয়ে বাজারে এল স্যামসাং গ্যালাক্সি এস ৮ এবং ৮ প্লাস

Advertisement

তবে, নিরাপত্তার ক্ষেত্রে স্যামসং-র ‘ফেস-সিকিউরিটি’ ততটা নির্ভরশীল নয় বলে মনে করছে স্প্যানিশ ব্লগার মার্সিয়ানোফোন। স্যামসং-এর ফেস সিকিউরিটি বিষয়ে একটি ভিডিও প্রকাশ করে তারা। ইউটিউবে সেই ভিডিও পোস্ট করে তার দাবি করেছে. অন্য ফোন থেকে তোলা সাধারণ একটি ছবিকে গ্যালাক্সি এস ৮ মডেলের সামনে রাখলেই নাকি খুলে যাচ্ছে ওই ফোনের লক। কিন্তু স্যামসং-এর ফিচার-তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস ৮ ফোনের সেল্ফির মোডে তোলা মুখকে স্ক্যান করলে, তবেই খুলবে ওই ফোনের লক।

দেখুন ভিডিও

এই ভিডিও প্রকাশ হতেই রীতিমতো ভাইরাল হয়ে ওঠে । মাত্র এক দিনেই এক লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।

তবে, স্যামসংয়ের তরফে জানানো হয়েছে, ফেস রেকগনাইশন শুধু মাত্র ফোন আনলক করার একটি ফিচার মাত্র, বায়োমেট্রিক ফিচার হিসাবে আইরিশ এবং ফিঙ্গার স্ক্যানই সর্বোচ্চ নিরাপত্তার গুরুত্ব দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন