অচেনা পুরুষের মনের হদিশ পেতে এই প্রশ্নগুলো করা উচিত

আপনাদের জন্যই রইল এমন কিছু প্রশ্ন, যা আপনার ডেটকে ভাল ভাবে জানতে ভীষণ সাহায্য করবে—

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ১৭:১১
Share:
০১ ০৯

সাম্প্রতিক কোন ব্যাপারটি আপনাকে ভীষণ উত্তেজিত করে তুলেছিল?

০২ ০৯

ইদানীং ঘটে যাওয়া বা আলোড়ন ফেলে দেওয়া কোনও খবর সম্পর্কে তাঁর কী মত জানতে চান। এতে বোঝা যাবে তাঁর কোন বিষয়ে উৎসাহ রয়েছে। এবং আশপাশ সম্পর্কে তিনি কতটা ওয়াকিবহাল।

Advertisement
০৩ ০৯

‘তোমার বাবা/মা কী করেন?’ এতে তাঁর পরিবার সম্পর্কেও কিছুটা জানা যাবে।

০৪ ০৯

হয়তো আপনি জানতে চাইছেন— ছোটবেলায় সব থেকে পাগলাটে কী কাণ্ড ঘটিয়েছেন, কিন্তু জিজ্ঞাসা করতে পারছেন না। সে ক্ষেত্রে ছোটবেলা নিয়ে কথাবার্তা বলুন।

০৫ ০৯

পড়াশোনার কথাটা না জানলে কি চলে! সেটা নিয়ে তো প্রশ্ন করাটা জরুরি।

০৬ ০৯

হয়তো জানতে পেরেছেন, সামনের মানুষটির কোনও একটি বিষয়ে আগ্রহ রয়েছে। সে সময় তাঁকে সে বিষয়টির কিছু নমুনা জাহির করার অনুরোধ করতে পারেন।

০৭ ০৯

‘আপনার কি কোনও পোষ্য আছে?’এই প্রশ্নটি পোষ্যদের সম্পর্কে তাঁদের পছন্দ বা অপছন্দ সম্পর্কে জানিয়ে দেবে।

০৮ ০৯

‘সব থেকে খারাপ লেগেছে, এমন কোনও পেশা’। এতে বোঝা যাবে সামনের মানুষটি ঠিক কোন কাজটি করতে ভালবাসেন। এবং কাজের প্রতি তাঁর আগ্রহ কতটা।

০৯ ০৯

‘আপনি কি খুব কাছের কাউকে হারিয়েছেন?’ এই প্রশ্নের পর হয়তো সামনের মানুষটির আবেগ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement