বাড়িতে পোষ্যে আছে? ভুলেও কয়েকটি জিনিস খোলা ফেলে রাখবেন না। ছবি:ফ্রিপিক।
ছোট্ট ল্যাব্রাডর ছানা শুধু বড় হয়ে উঠছে না, দস্যিও হয়ে উঠেছে? নিজের খেলনার বাইরে ঘরের জিনিসেই তার নজর বেশি? এটা-সেটা মুখে দেয়? তা হলে কিন্তু সাবধান। ঘরের ছড়িয়ে রাখা সাধারণ জিনিসও আদরের সারমেয়র জন্য হয়ে উঠতে পারে বিপজ্জনক।
সারমেয় শাবক অনেকটা মানব শিশুর মতোই। সামনে পড়ে থাকা জিনিস কখনও, কোনটা মুখে পুরে ফেলবে কারও জানা নেই। তা ছাড়া সবসময় তাকে চোখে চোখে রাখাও সহজ কথা নয়। তার চেয়ে বরং পোষ্যের নাগালের মধ্যে থেকেই সরিয়ে ফেলুন তার জন্য ক্ষতিকর জিনিসগুলি।
চকোলেট: ছোট থেকে বড় চকোলেট পছন্দ করেন সকলেই। চকোলেট কিছুটা খেয়ে বা আধখোলা প্যাকেটে টেবিলে বা ঘরের কোথাও ফেলে রাখেন অনেকেই। তা ছাড়া বাড়িতে খুদে সদস্য থাকলে চকোলেট ছড়িয়ে রাখতে পারে বা শখ করে পোষ্যকে খাওয়াতেও পারে সে। কিন্তু সাধারণ এই জিনিসই সারমেয়র জন্য বিপজ্জনক হতে পারে। চকোলেট পড়ে থাকলে সারমেয় কিন্তু সেটি খেয়ে ফেলতেই পারে। বিশেষত একসঙ্গে অনেকটা চকোলেট খেয়ে ফেললে বিপদ অনিবার্য। শুধু চকোলেটই নয়, বাড়িতে রাখা কোনও কোনও ফল যেমন আঙুর, চেরি জাতীয় ফল, তার নাগালের বাইরে রাখা দরকার।
ওষুধ: অনেকে বাড়িতেই ওষুধ সাধারণত খোলা জায়গায় রাখা হয়। তা ছাড়া একটা ওষুধ খেয়ে বাকি পাতাটি অনেকেই টেবিলে, খাটে ফেলে রাখেন। পোষ্যের জন্য এই ওষুধ কিন্তু খুব বিপজ্জনক। যে কোনও জিনিসই মুখে দেওয়ার স্বভাব থাকে অনেক সারমেয়র। এই ধরনের ওষুধ কুকুরের পেটে গেলে যেমন বিপদ হতে পারে তেমনই ট্যাবলেট গলায় আটকেও যেতে পারে। অনেক সময় ব্যাগ শুঁকেও পোষ্য ওষুধ বা খাবার জিনিস বার করে ফেলতে পারে। সে কারণে, এই ধরনের জিনিস পোষ্যের নাগালের বাইরে রাখা দরকার। এমনকী ব্যবহারের পর ওষুধের শিশি, সিরিঞ্জ ময়লা ফেলার পাত্রে ফেলার ক্ষেত্রেও সাবধান হওয়া জরুরি। সারমেয় কিন্তু ময়লা ফেলার পাত্রও ঘাঁটতে পারে।
রাসায়নিক: ঘরের নানা জিনিসই কিন্তু পোষ্যের জন্য বিপজ্জনক হতে পারে। সুগন্ধি মোম থেকে ফিনাইলের শিশি, আঠা, নেলপালিশ রিমুভার— ঘরের অতি প্রয়োজনীয় সাধারণ জিনিসও কিন্তু বাড়িতে কুকুর, বি়ড়াল থাকলে ফেলে, ছড়িয়ে রাখা যাবে না। এর কোনও একটি জিনিস মুখে দিলেই বিপদ ঘটে যেতে পারে।
ব্যাটারি, কয়েন: বাইরে থেকে এসে অনেকেই পকেট থেকে টাকা, কয়েন বার করে টেবিলে রাখেন। কয়েন, ব্যাটারি এই ধরনের জিনিস যদি পোষ্য গিলে ফেলে বিপদের শেষ থাকবে না। এগুলিও পোষ্যের নাগালের বাইরে রাখা দরকার সব সময়ে।
গাছ: কাঁটাজাতীয় গাছ, ক্যাকটাস ঘর সাজানোর জন্য ব্যবহার করেন অনেকেই। কাঁটাজাতীয় গাছে পোষ্য আঘাত পেতে পারে। পাশাপাশি যে কোনও গাছই পোষ্যের জন্য উপযুক্ত নয়। এ ছাড়া সব ধরনের ফুলের গাছও পোষ্য থাকলে ঘরে রাখা যায় না। বিশেষত লিলি, চন্দ্রমল্লিকা এই ধরনের গাছ সারমেয়র থেকে দূরে রাখাই ভাল।