সন্তানদের সঙ্গে অভিনেত্রী সানি লিওন। ছবি: সংগৃহীত।
অভিনয়ের পাশাপাশি তাঁর পরিবারের জন্যেও আলাদা করে সময় বার করেন সানি লিওন। বলিউড অভিনেত্রী তিন সন্তানের মা। সন্তান প্রতিপালনের বিভিন্ন দিক নিয়ে সম্প্রতি তাঁর মনের কথা ব্যক্ত করেছেন অভিনেত্রী।
২০১২ সালে ভারতের নাগরিকত্ব অর্জনের আগে কানাডায় বড় হয়েছিলেন সানি। ভারতীয় সংস্কৃতিতে পরিবারে পরিচারক রাখা হয়, যা বিদেশের থেকে আলাদা। বিদেশে সিংহভাগ পরিবারে সাংসারিক কাজ সদস্যেরাই করে থাকেন। সেই দর্শনই সন্তানদের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগী সানি। তিনি বলেন, ‘‘আমি এবং ড্যানিয়েল (সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার) যে সংস্কৃতিতে বড় হয়েছি, সেখানে আমরা নিজেরাই সাংসারিক কাজ করতাম।’’
সানির মতে, অল্প বয়স থেকে নিজের কাজ নিজে করার মাধ্যমে ছোটদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়। সেখানে সহকারী বা পরিচারকেরা থাকলে, অনেক সময়েই ছোটরা অলস হয়ে উঠতে পারে। তাই সম্প্রতি ছুটি কাটাতে গিয়ে দম্পতি তাঁদের সঙ্গে কোনও সহকারীকে নিয়ে যাননি। সানির কথায়, ‘‘আমাদের সঙ্গে শুধু সন্তানেরা ছিল। ফলে ওই দু’সপ্তাহে সন্তানেরা নিজেরাই তাদের দায়িত্ব নিয়েছে। জামাকাপড় গুছিয়ে রাখা বা জুতো সঠিক জায়গায় খুলে রাখা— সব কাজ নিজের হাতে করেছে।’’
মনোবিদ এবং পেরেন্টিং কনসালট্যান্টদের মতে, অল্প বয়সে ছোটদের বিভিন্ন কাজ দেওয়া হলে, তারা তা গুরুত্ব দিয়ে বিচার করে। ফলে মনের মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়। তবে কোন কাজ করতে দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে তা গুরুত্বপূর্ণ। যেমন, রান্নার সময় কোনও জিনিস নিয়ে আসতে বলা যেতে পারে। নিজের পোশাক বা জুতো গুছিয়ে রাখার নির্দেশ দেওয়া যেতে পারে। পাশাপাশি বড়দের দেখেও তারা অনেক কাজই শিখে নিতে পারে। সেই কাজটি সম্পর্কে ছোটদের মনের মধ্যে কৌতূহল তৈরি করতে পারলে আরও ভাল ফল পাওয়া সম্ভব।