প্রতিনিধিত্বমূলক চিত্র। ছবি: সংগৃহীত।
পোষ্যের কোনও সমস্যা হলে, অনেক সময়েই তা সে নিজের মতো করে ব্যক্ত করতে পারে না। সারমেয়দের ক্ষেত্রে বড় সমস্যা— ত্বকের পোকা। অপরিচ্ছন্ন পরিবেশে পোষ্য বড় হলে তার রোমের মাঝে জীবাণু সংক্রমণ হতে পারে। তার ফলে তৈরি হয় নানা ধরনের পোকা। কিন্তু শুরুতেই ত্বকের পোকার লক্ষণ পোষ্য বুঝতে পারে না।
কী কী লক্ষণ
পোষ্যের গায়ে মাছি বা কোনও পোকার লালারস থেকে চুলকানি তৈরি হয়। যে সমস্ত সারমেয়র অ্যালার্জির ধাত রয়েচে, তাদের ক্ষেত্রে চুলকানি আরও বৃদ্ধি পায়। ফলে তারা ঘন ঘন গা চুলকাতে থাকে। পোষ্যের ত্বকে বাদামি বা লালচে ছোপ তৈরি হলে সতর্ক হওয়া উচিত। অনেক সময়ে পোকার সমস্যার জন্য পোষ্যেরা লোম ঝাড়তে শুরু করে। পোকার সমস্যা বাড়লে পোষ্য রক্তাল্পতায় ভুগতে পারে। এ ক্ষেত্রে পোষ্যের মাড়ির রং ফ্যাকাশে হলে সতর্ক হওয়া উচিত।
পোকার সমস্যা বোঝার জন্য সপ্তাহে অন্তত এক বার পোষ্যের কান, পায়ু দ্বার এবং ত্বক ভাল করে পরীক্ষা করা উচিত। কোনও স্থানে ফোলাভাব দেখলে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
পোষ্যের গায়ে পোকার সংক্রমণ থেকে লাইম, এরিলকাইসিস বা অ্যানাপ্লাজ়মোসিস-এর মতো জটিল রোগ হতে পারে। এ ক্ষেত্রে পোষ্যের আলস্য, ত্বকে ফোলা ভাব খুঁটিয়ে পরীক্ষা করা উচিত। পোষ্য যদি কোনো এক স্থানে বেশি ক্ষণ না বসে থাকে, অর্থাৎ তার মধ্যে কোনো ধরনের অস্থিরতা লক্ষ্য করলে সাবধান হওয়া উচিত।