শিশুর জন্য ফার্স্ট এড বাক্সে কী কী নেবেন? ছবি: এআই।
শিশুকে নিয়ে ঘুরতে যাওয়া মানেই বাবা-মায়ের মাথায় হাজারো চিন্তা থাকে। কখন সে পড়ে যায়, হাত-পা ছড়ে যায় কিংবা বমি-পেটখারাপ শুরু হয়, তা বলা যায় না। তাই হাতের কাছে প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র রাখতেই হবে। বাইরে গেলে সেখানকার আবহাওয়ায় শিশুর শরীর খারাপ হতেই পারে। শিশুর যদি অ্যালার্জির ধাত থাকে, তা হলে আরও বেশি সতর্ক হতে হবে। তাই ফার্স্ট এড বাক্সে কী কী গুছিয়ে রাখবেন, তা জেনে রাখা জরুরি।
জরুরি ওষুধপত্র
জ্বর, পেটখারাপ, বমির মতো সাধারণ ওষুধ অবশ্যই রাখুন। সঙ্গে থাক আর্নিকা। হঠাৎ করে পড়ে ব্যথা পেলে, কালশিটে পড়লে, এটি ভাল কাজ দেয়। অ্যান্টিবায়োটিক লোশনও সঙ্গে নিতে পারেন। শিশুর জন্য চিকিৎসক যদি বিশেষ কোনও ওষুধ দিয়ে থাকেন, তা সবচেয়ে আগে বাক্সে ভরে নিন। ওআরএস সলিউশন পাউডার, হজমের ওষুধও রাখতে পারেন।
পড়ে গেলে ব্যান্ডেড
ছোট, বড়, গোল, নানা আকারের ব্যান্ডেড সঙ্গে রাখুন। অনেক সময়ে অ্যান্টি-সেপটিক প্যাড রাখলেও কাজে দেয়। একটা তুলোর প্যাকেট, স্টেরাইল গজ, ব্যান্ডেজ এবং মেডিক্যাল টেপও বাক্সে রাখতে পারেন।
অ্যালার্জির ওষুধ, ইনহেলার
শিশুর যদি ঠান্ডা লেগে সর্দি-কাশি বা অ্যালার্জির ধাত থাকে, তা হলে সে অনুযায়ী ওষুধ রাখতে হবে বাক্সে। শ্বাসের সমস্যা বা হাঁপানির ধাত থাকলে ইনহেলার অবশ্যই রাখবেন।
আরও কিছু টুকিটাকি
কাঁচি, থার্মোমিটার, পেপার নাইফ, স্টেরাইল গ্লাভস সঙ্গে রাখতে পারেন। আইস প্যাক অবশ্যই রাখতে হবে বাক্সে। বার্ন রিলিফ স্প্রে-ও নিয়ে নেবে নেবেন একটা।