Parenting Tips

সদ্যোজাতের দুধের বোতল এবং অন্য ব্যবহারের জিনিস পরিষ্কার করার জন্য কী সাবান ব্যবহার করবেন?

সরাসরি দুধের বোতল থেকে বা খাবারের বাটি থেকে খাবার তুলে দেওয়া হয় শিশুর মুখে। তা পরিষ্কার না থাকলে বা সেই পরিষ্কার করার প্রক্রিয়ায় তাতে কোনও ক্ষতিকর পদার্থ থেকে যাওয়া সমীচিন নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ২০:৩৬
Share:

ছবি : সংগৃহীত।

শিশুর জন্য যখন কোনও জিনিস কেনার প্রশ্ন আসে, তখন বাবা-মায়েদের মনে একটাই চিন্তা থাকে। তা থেকে যেন সন্তানের কোনও ক্ষতি না হয়। তার দুধ খাওয়ার বোতল পরিষ্কার করা থেকে তার বিছানা, জামাকাপড় পরিষ্কার রাখা, সবকিছু নিয়েই তারা অতিরিক্ত সতর্ক থাকেন। আর সে জন্যই শিশুর খাবার জিনিস পরিষ্কার করা হয় যে সাবান দিয়ে তা নিয়েও সতর্ক থাকা জরুরি।

Advertisement

সরাসরি দুধের বোতল থেকে বা খাবারের বাটি থেকে খাবার তুলে দেওয়া হয় শিশুর মুখে। তা পরিষ্কার না থাকলে বা সেই পরিষ্কার করার প্রক্রিয়ায় তাতে কোনও ক্ষতিকর পদার্থ থেকে যাওয়া সমীচিন নয়। সন্তানের খাবারের জিনিস পরিষ্কার করার সাবান বা ক্লিনজ়ার নেওয়ার সময় তাই কোন কোন বিষয় মাথায় রাখবেন?

১। খেয়াল রাখতে হবে ওই ক্লিনজ়ার ১০০ শতাংশ ফুডগ্রেড কি না এবং প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা হয়েছে কি না।

Advertisement

২। দেখতে হবে ওই সাবান বা ক্লিনজ়ারের ৯৯.৯৯ শতাংশ ব্যাক্টিরিয়া এবং ছত্রাক দূর করার শক্তি রয়েছে কি না। কারণ শিশুর শরীরে ব্যাক্টিরিয়াজাত নানা সমস্যা তৈরি হতে পারে। পেট খারাপের মতো সমস্যাও হতে পারে।

৩। শিশুদের খাবার জিনিসে অনেক সময় গুঁড়ো দুধের অংশ লেগে থাকে। যা থেকে জীবাণু সংক্রমণ হতে পারে, গন্ধ তৈরি হতে পারে, যা অস্বাস্থ্যকর। খেয়াল করতে হবে ওই সাবান বা ক্লিনজ়ার তা ঠিক ভাবে করতে পারছে কি না।

৪। উপকরণের তালিকায় খেয়াল করে দেখতে হবে তাতে কোনও ভাবেই যাতে কোনও কৃত্রিম রাসায়নিক না থাকে। যাতে কোনও প্যারাবেন বা কৃত্রিম রং এবং সিন্থেটিক সুগন্ধী না থাকে।

৫। ক্লিনজ়ার ব্যবহার করার পরে কি ফেনা থেকে যাচ্ছে? যদি সাবানের পিচ্ছিল ভাব বা ফেনা সহজে চলে যায়, তবে বুঝতে হবে সেটি শিশুর জন্য নিরাপদ। নয়তো নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement