বন্ধুকে এমন কোন উপহার দেবেন, যা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে? ছবি: সংগৃহীত।
মন খারাপ, রাগ, অভিমান, আনন্দ— সবটুকু যার সঙ্গে ভাগ করে নেওয়া যায়, সে হল বন্ধু। মনের গভীর গোপন কথা, যা বলা যায় না সঙ্গীকে, তাও অনায়াসে বলে ফেলা যায় তাকে। ব্যস্ততায় কথা হয় না, যোগাযোগ নেই, অথচ বিপদের দিনে যাকে পাশে পাওয়া যাবেই নিশ্চিত ভাবে সেই হল বন্ধু। জীবনে এমন এক বা একাধিক মানুষ থাকলে, কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যায়।
বন্ধুত্ব দিবস পালন করা হয় প্রতি বছর অগস্ট মাসের প্রথম রবিবার। এমন দিনটি একটু অন্য ভাবে উদ্যাপন করার ইচ্ছা হয়? আড্ডা, বেড়ানো, ঘুরতে যাওয়া— এ সব আছেই। তবে যদি মনে হয় সুখ-দুঃখ, আনন্দ-আবদারের সখাকে বিশেষ কিছু দিতে, তা হলে কী দেবেন?
ব্যান্ড থেকে ব্রেসলেট
ব্যান্ড আছেই, দেওয়া যায় ব্রেসলেটও। ছবি: সংগৃহীত।
রাবার থেকে সুতো, কারুকাজ করা নানা নকশার ব্যান্ড রয়েছে বাজারে। তবে বন্ধুত্বের কথা লেখা ধাতব ব্রেসলেটটিও উপহার হিসাবে বেছে নিতে পারেন। ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই পাওয়া যায়। বিশেষ দিনটি ছাড়াও, পোশাকের সঙ্গে মিলিয়ে এই জিনিসটি ব্যবহার করা যাবে। আবার এমন ব্রেসলেটও আছে, যা দুই বন্ধু ভাগাভাগি করে পরতে পারবেন। পোশাকের সঙ্গে মিলিয়ে রঙিন পুঁতির ব্যান্ডও কেনা যায়। ৫০ থেকে ৪০০ টাখার মধ্যে হাতে বাঁধার ব্যান্ড এবং ব্রেসলেট পাওয়া যাবে।
চাবির রিং
রকমারি চাবির রিংয়ে থাকুক বন্ধুত্বের কথা। ছবি: সংগৃহীত।
কাঠ, প্লাস্টিক, ধাতব— নানা রকম চাবির রিংও হতে পারে এমন দিনের বিশেষ উপহার। এখানেও থাকতে পারে চমক। বন্ধুত্বের কথা খোদাই করিয়ে নিতে পারেন কাঠের চাবির রিংয়ে। ধাতব চাবির রিংয়ে বন্ধুর ছবি জুড়ে দেওয়ার বন্দোবস্তও থাকে। কোথাও লেখা যায় বন্ধুর নাম। আড়ি-ভাবের ছবি দেওয়া প্লাস্টিকের চাবির রিংও মেলে। নকশা আলদা, দামও ভিন্ন। ৪০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নানা রকম চাবির রিং বন্ধুর জন্য উপহার হিসাবে বাছা যাবে।
কফি মগ থেকে ম্যাগনেট
দিনের শুরুটাও হতে পারে বন্ধুর দেওয়া কফি মগ দিয়েও। সাজিয়ে রাখার জন্যও কিন্তু এগুলি বেশ। ছবি: সংগৃহীত।
দিনের শুরুটা বা ব্যস্ততার সময়েও যদি বন্ধুর দেওয়া উপহার সঙ্গী করা যায়, কেমন হয়? বন্ধুত্ব দিবস উদ্যাপনে ছবি ব্যবহার করে, বন্ধুত্বের কথা লিখে কফি মগও বিক্রি হয়। তার সঙ্গে দিতে পারেন একই ধাঁচের কোস্টার। কফি মগে কোথাও পাবেন ঘিবলি আর্ট, কোথাও আবার বন্ধুত্বের প্রতীকি ছবি। ২৫০-৩৫০ টাকার মধ্যেই এগুলি পাওয়া যাবে।
কাঠের ফ্রেমে বন্ধুত্বের কথা
পড়ার টেবিল, বৈঠকখানা এমনকী অফিসের ডেস্কেও সাজিয়ে রাখা যায় এমন উপহার। ছবি: সংগৃহীত।
‘পার্সোনালাইজ়ড গিফট’ সব সময়েই যে কোনও অনুষ্ঠানে উপহার হিসাবে চমকপ্রদ। ইদানীং কাঠের ফ্রেমে ছবি এবং লেখা খোদাইয়ের চল খুব। দেখতেও সুন্দর লাগে। বন্ধুত্বের কোনও সুন্দর মুহূর্তের ছবি কাঠে খোদাই করে রাখা যায়। নিজের ইচ্ছামতো কথা লেখাও যায় তাতে। আবার বন্ধুত্ব দিবসের কথা খোদাই করা কাঠের ফ্রেমও আছে। যেখানে ইচ্ছামতো ছবি লাগিয়ে নেওয়া যায়। অনলাইনেও এগুলি তৈরি করিয়ে নেওয়া যায়। কাঠের মলাটের ডায়েরিও মেলে। কিনতে খরচ পড়বে ৪০০ থেকে ৮০০ টাকার মধ্যে।
আলোকময় বন্ধুত্ব
আলো জ্বলা ছবিও উপহার হিসাবে চমকপ্রদ। ছবি: সংগৃহীত।
বন্ধু বা বন্ধুদের সঙ্গে কাটানো সুন্দর সময় আলোয় ধরে রাখতে পারেন। ব্যক্তিগত ছবি, বন্ধুত্বের উক্তি দিয়ে এমন টেবিল ল্যাম্প বা বিশেষ এলইডি ল্যাম্প বানানো যায়। যা ঘরের শোভা বাড়াবে, বন্ধুকেও মনে করাবে। পাওয়া যায় আলো দেওয়া কাটআউটও। যাঁকে উপহার দিতে চান, তাঁর ছবি দিয়ে কাটআউট বানিয়ে নেওয়া যায়। ৩৫০ থেকে ৫০০, ১০০০ বিভিন্ন দামের হতে পারে এগুলি।
বন্ধুত্বের মডেল
ছোট ছোট এমন পুতুলও বন্ধুত্বের সুখস্মৃতিকে উস্কে দিতে পারে। ছবি: সংগৃহীত।
মিনিয়েচার বা ছোট্ট ছোট্ট মডেল উপহার দেওয়া যায়। বন্ধুত্ব দিবসের জন্যই বেশ কিছু মডেল তৈরি করা হয়। যেখানে বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তকে ক্ষুদ্র মডেলের মাধ্যমে তুলে ধরা হয়। ২৫০ থেকে ১০০০ বিভিন্ন দামের এ রকম মূর্তি আছে। এগুলির কোনও কোনওটি গাড়িতেও লাগানো যায়। পড়ার টেবিলে বা ঘরের তাকে সাজিয়ে রাখলেও সুন্দর দেখাবে।
পেনডেন্ট
এমন পেনডেন্টও উপহার হিসাবে মন্দ নয়। নেপথ্য ভাবনাটি বড় সুন্দর। ছবি: সংগৃহীত।
বন্ধুত্বের উপহার স্বরূপ পেনডেন্টও কিন্তু ভাল বাছাই হতে পারে। এমন অনেক পেনডেন্ট পাওয়া যায়, যেখানে একসঙ্গে তিনটি বা চারটি সেট থাকে। প্রতিটি পেনডেন্টের সঙ্গে বন্ধুত্ব দিবসের কোনও শব্দবন্ধ থাকে। সেগুলি একসঙ্গে রাখলে হয়তো সম্পূর্ণ হার্টের আকৃতি বা অন্য কোনও আকার হয়। এই ধরনের পেনডেন্টের বিশেষত্ব হল এক, একজনের গলায় এক একটি অংশ থাকবে। যার অর্থ সকলে মিললে, তবেই তা অর্থবহ হবে। আবার বন্ধুত্ব দিবসের শব্দ লেখা ভিন্ন ভিন্ন নকশার পেনডেন্টও মেলে। এগুলি সারা বছরই পরে থাকা যায়। বিভিন্ন পোশাকের সঙ্গেও মানানসই হয়। দাম ১৬০ থেকে ৪০০ পর্যন্ত হতে পারে।