Pet Dog Hospitalization

খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছে, ব্যথায় কাতর পোষ্যকে কী ভাবে হাসপাতালে নিয়ে যাবেন?

আচমকা গুরুতর চোট লেগে পোষ্য হাঁটতে না পারলে, কী ভাবে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন? কোন সাবধানতা এ ক্ষেত্রে জরুরি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬
Share:

পোষ্যের গুরুতর চোট লাগলে, হাঁটতে না পারলে কী ভাবে তাকে হাসপাতালে নিয়ে যাবেন? ছবি:ফ্রিপিক।

ঘরময় দিনরাতই দৌরাত্ম্য করে বেড়ায় আদরের সারমেয়। আচমকাই একদিন ঘটল বিপদ। খাট থেকে লাফিয়ে নামতে গিয়ে পা মচকে গিয়ে আর সে উঠতে পারে না। কোলে নিতে গেলেও ব্যথায় ককিয়ে উঠছে। তার পা মচকেছে না, ভেঙেছে তা-ও স্পষ্ট নয়। এমন অবস্থায় কী করে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন?

Advertisement

১. পোষ্যকে চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যাওয়র সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হল অ্যাম্বুল্যান্স। কারণ, এ ক্ষেত্রে প্রয়োজন স্ট্রেচারের। কোলে তুলতে গেলে আরও ব্যথা পেতে পারে পোষ্য। এমনকি তাতে চোট বে়ড়েও যেতে পারে। তবে চাইলেই চট করে পোষ্যের জন্য অ্যাম্বুল্যান্স মেলে না। আমেরিকার পশু চিকিৎসক লিজ়া লিপম্যান ইনস্টাগ্রামে এমন জরুরি পরিস্থিতি সামলোনোরই পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, এ ক্ষেত্রে ঘরোয়া ভাবেই স্ট্রেচার তৈরি করে নিতে হবে। সে ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে বিছানার চাদর, কম্বল, এমনকি বেবি স্ট্রলার। যার উপর পোষ্যকে শুইয়ে দিয়ে অন্তত গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এই সময় পোষ্যের মুখ বেঁধে দেওয়া জরুরি। হাতের কাছে যদি মোজা থাকে তা দিয়ে মুখ আটকে দিতে হবে। কারণ, তাকে তোলার সময় যন্ত্রণার জোটে সে কাউকে কামড়ে দিতেও পারে।

২. বিপদের সময় বাড়িতে কেউ না থাকলে সমস্যা হতে পারে বেশি। এ ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে। পোষ্যকে যন্ত্রণায় কুঁকড়ে যেতে দেখে ভয় পেয়ে গেলে হবে না।

Advertisement

৩. পশু চিকিৎসকের পরামর্শ, বিপদের কথা বিবেচনা করে বা়ড়িতে পোষ্যের জন্য স্ট্রেচার আগাম কিনে রাখা যেতে পারে। না হলে প্রয়োজন মতো চাদর, কম্বল বা শক্ত কোনও বোর্ড দিয়ে স্ট্রেচারের ব্যবস্থা করে নিতে হবে।

৪. গাড়ি করে নিয়ে গেলে খুব সাবধানে তাকে শুইয়ে দিতে হবে। গাড়ি চালাতে হবে অত্যন্ত সাবধানে। তবে যদি হাতের কাছে গাড়ি না মেলে তা হলে চাদর বা কম্বলে শুইয়ে হেঁটে নিয়ে যাওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রে আরও লোকের প্রয়োজন। হাঁটার সময়েও সাবধান হতে হবে, যাতে বিশেষ ঝাঁকুনি না হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement