Relationship Advice

Relationship Advice: ডেটিং অ্যাপে আলাপের পর প্রথম ডেট? সঙ্গীকে কোন ১০টি প্রশ্ন অবশ্যই করবেন

দীর্ঘমেয়াদী সম্পর্ক ও বন্ধুত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রথম দিনেই কিছু প্রশ্ন করে নেওয়া শ্রেয়। ভাবছেন কী?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১৯:৩৯
Share:

অনলাইনে আলাপের পর প্রথম ডেট?

আজকাল জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে অ্যাপ ও অনলাইনে ভরসা রাখেন অনেকেই। কর্মব্যস্ত জীবনে আলাদা করে মনের মানুষ খুঁজে পাওয়ার সুযোগ অনেকেরই হয় না। এ দিকে একেবারে অচেনা কারও সঙ্গে জীবনের বাকি সময় কাটাতেও রাজি নয় আধুনিক প্রজন্ম। স্বাভাবিক ভাবেই জনপ্রিয়তা বাড়ছে অনলাইন ডেটিং অ্যাপগুলির। সোশ্যাল মিডিয়ার হাত ধরেও মনের মতো মানুষকে খুঁজে পান অনেকই।

Advertisement

শুধু জীবনসঙ্গীই নয়, একাকিত্ব ঘোচাতে বন্ধুদের খুঁজে পেতেও অনেকেই দ্বারস্থ এমন অ্যাপগুলির। কিন্তু এই ধরনের ডেটিং সাইটে আলাপের পর ভাল লাগার মানুষটির সঙ্গে প্রথম মুখোমুখি সাক্ষাতে অবশ্যই কিছু নিয়ম মেনে চলুন। দীর্ঘমেয়াদী সম্পর্ক ও বন্ধুত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রথম দিনেই কিছু প্রশ্ন করে নেওয়া শ্রেয়। তা হলে সেই ব্যক্তি সম্পর্কটি সত্যিই এগিয়ে নিয়ে যেতে চাইছেন কি না, তার স্পষ্ট ধারণা পাওয়া যায়।

প্রথম ডেটে গিয়ে কোন দশটি প্রশ্ন করতে পারেন সঙ্গীকে রইল তারই হদিস।

Advertisement

১) সম্পর্কে আপনি ঠিক কী চাইছেন? বন্ধুত্ব না কি প্রেম?

২) আপনার মতে আদর্শ সঙ্গী ঠিক কেমন হওয়া উচিত?

৩) একাকিত্ব কাটান কী ভাবে?

প্রতীকী ছবি

৪) সম্পর্কে কোনও সমস্যা হলে আপনি কার কাছে উপদেশ নেন?

৫) আপনি আগে কোনও সম্পর্কে ছিলেন? কত দিন টিকেছিল সেই সম্পর্ক?

৬) আপনি কি রোমান্টিক প্রকৃতির মানুষ?

৭) আমার কোন স্বভাব আপনার সবচেয়ে ভাল লেগেছে?

৮) আমার সঙ্গে ডেটে আসবেন এমনটা কেন মনে হল?

৯) আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

১০) অবসরে আপনি কী ভাবে সময় কাটেন?

প্রথম আলাপেই কোনও ব্যক্তির চরিত্র ও স্বভাবের বিষয় সঠিক ধারণা পাওয়া যায় না। তবুও উপরের প্রশ্নগুলির মাদ্যমে আপনি তাঁকে খানিকটা হলেও চিনতে পারবেন। ভবিষ্যতে আবার তাঁর সঙ্গে ডেটে যাবেন কি না তার খানিকটা আভাস পেতে পারেন বইকি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন