pet care tips

জল পান না করলে পোষ্যের স্বাস্থ্যের অবনতির আশঙ্কা, সারমেয়কে সুস্থ রাখতে কাজে আসবে ৫ পরামর্শ

পোষ্যেরা জল পান করছে কি না, তা অনেক সময়েই বোঝা যায় না। পোষ্যের দেহে জলশূন্যতা যাতে না তৈরি হয়, তার জন্য কয়েকটি কৌশল জানা থাকলে সুবিধা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১২:০৮
Share:

সারমেয়কে সুস্থ রাখতে তাকে নিয়মিত জল পান করানো উচিত। ছবি: সংগৃহীত।

পোষ্যের সুস্থতা, দেহের শক্তি এবং সঠিক কার্যকারিতা বজায় রাখতে পর্যাপ্ত জল পান গুরুত্বপূর্ণ। সারমেয়দের প্রজাতি, আকার, খাদ্যাভ্যাস এবং পারিপার্শ্বিকের উপর নির্ভর করে তাদের জল পানের মাত্রা। দেহে জলশূন্যতার লক্ষণ চিনে পোষ্যকে জল পান করানো উচিত। তার ফলে কিডনির সমস্যা, মূত্রনালীর রোগ এবং হিট স্ট্রোকের মতো গুরুতর সমস্যাগুলি প্রতিরোধ করা সম্ভব হয়।

Advertisement

কতটা জল

সাধারণত সারমেদের ক্ষেত্রে প্রতি ৫০০ গ্রাম ওজন প্রতি ৩০ মিলিলিটার জল পান করা উচিত। অর্থাৎ পোষ্যের ওজন ১০ কেজি হলে, প্রতি দিন তাকে ৩০০ থেকে ৬০০ মিলিলিটার জল পান করানো উচিত।

Advertisement

সকলের ক্ষেত্রে এক নয়

সারমেয়দের ক্ষেত্রে জল পানের হার নানা বিষয়ের উপর নির্ভর করে। যেমন কোনও পোষ্য যদি বেশি দৌড়ঝাঁপ করে, তা হলে সে দিন সে বেশি জল পান করবে। আবার গরমের সময়ে পোষ্যের জল পানের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। যে সমস্ত পোষ্যের কিডনি এবং মূত্রনালীর সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও প্রতি দিন বেশি জল পানের প্রবণতা লক্ষ্যণীয়।

কী কী পদক্ষেপ

পোষ্যের যাতে দেহে জলশূন্যতা তৈরি না হয়, তার জন্য কয়েকটি পরামর্শ মেনে চলা উচিত।

১) পোষ্য যে পাত্র থেকে জল পান করে, তা দিনে অন্তত এক বার পাল্টে দেওয়া উচিত।

২) অনেক পোষ্যই শুকনো খাবারে অভ্যস্ত। তাদের ক্ষেত্রে খাবারের সঙ্গে জল মিশিয়ে দেওয়া যেতে পারে।

৩) পোষ্যের যদি চোখ লাল হয়, নাক শুকিয়ে যায় বা মুখ তেকে লালা কম ঝরে, তা হলে বুঝতে হবে তার দেহে জলের প্রয়োজন রয়েছে।

৪) পোষ্যের মূত্রের বর্ণ যদি গাঢ় হলুদ বা লালচে হয়ে যায়, তা হলে বুঝতে হবে সে পর্যাপ্ত জল পান করছে না।

৫) পোষ্য যদি নির্দিষ্ট পাত্র থেকে সারা দিনে জল পান না করে, তা হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement