রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁদের কন্যা দুয়া পাড়ুকোন সিংহ। ছবি : ইনস্টাগ্রাম।
রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন যে পারিবারিক ছবি সম্প্রতি দীপাবলিতে সমাজমাধ্যমে শেয়ার করেছেন, তা ইতিমধ্যেই ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে দীপিকা ও তাঁর কন্যা দুয়ার পরনে লাল রঙের চুড়িদার। সঙ্গে মানানসই সোনার গয়না। আর বাবার পরনে সাদা ও ঘিয়ে মিশেলে শেরওয়ানি। পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায় সে ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেছেন। তাঁর তৈরি পোশাক ও গয়নায় সেজে ওই পরিবারের তিন জন দীপাবলি কাটিয়েছেন বলে লিখেছেন। ছবিতে তারকা দম্পতির শিশুকন্যার নাম উল্লেখ করা হয়েছে ‘দুয়া পাড়ুকোন সিংহ’ হিসেবে।
তা থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বাবা এবং মা উভয়েরই পদবী সন্তানের নামে ব্যবহার করা এখন চল হল! গত কয়েক বছরে বেশ কয়েক জন তারকা দম্পতির সন্তান বাবা ও মা উভয়ের নাম অথবা পদবী বহন করছেন নিজেদের নামে। মা গর্ভে সন্তান বহন করেন, প্রসব যন্ত্রণা সহ্য করেন, সন্তানকে বড় করেন। কিন্তু সন্তানের নাম ও পদবীতে বরাবরই তিনি উপেক্ষিতা। তাঁর অস্তিত্বের চিহ্ন মেলে না সন্তানের নামে। কিন্তু সেই সামাজিক ছবি যেন ক্রমেই বদলাচ্ছে। তারকা দম্পতিরা অন্য ভাবে ভাবতে শুরু করেছেন, যেখানে সন্তানের নামকরণে মায়ের নাম কিংবা পদবী স্থান পাচ্ছে। এক বার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে নতুন এই ধারার দিকে।
প্রথমেই আসা যাক উভয় পদবী বহনকারী সন্তানদের প্রসঙ্গে। আমির খান এবং তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলের নাম রাখা হয়েছে আজাদ রাও খান। বাবা ও মা উভয়ের পদবীই বহন করছে পুত্রসন্তান। শিল্পা শেট্টী এবং রাজকুন্দ্রার সন্তানের ক্ষেত্রেও তা দেখা গিয়েছে। তাঁদের মেয়ের নাম সামিশা শেট্টী কুন্দ্রা। আবার রাজ কৌশল ও মন্দিরা বেদির কন্যার নাম রাখা হয়েছে তারা বেদি কৌশল। প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের কন্যার নাম মালতী মেরী চোপড়া জোনাস। টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের ছেলের নাম ঈশান মির্জা মালিক। একই ভাবে অভিনেতা দম্পতি নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদির কন্যার নাম মেহর ধুপিয়া বেদি। অভিনেতা ইমরান খান ও তাঁর প্রাক্তন স্ত্রী অবন্তিকা মালিকের ছেলের নাম রাখা হয় ইমারা মালিক খান।
সন্তান বাবা ও মা উভয়ের নাম বহন করছে, এমনটাও বার বার ঘটেছে তারকা দম্পতিদের ক্ষেত্রে। প্রযোজক আদিত্য চোপড়া এবং অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের কন্যার নাম রাখা হয়েছে আদিরা। এ ক্ষেত্রে বাবার নামের ‘আদি’ এবং রানির নামের ‘রা’ ব্যবহৃত হয়েছে। আবার ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মার কন্যার নাম ভামিকা। এ ক্ষেত্রে বাবার নামের প্রথম ইংরাজি বর্ণ ‘ভি’ এবং মায়ের নামের অন্তের স্বর ‘কা’ ব্যবহার করা হয়েছে মেয়ের নাম তৈরির সময়ে। তাই এই ধারা দেখে বলা যেতেই পারে যে বাবা-মা উভয়ের নাম অথবা পদবী সন্তান বহন করাটাই এখন দস্তুর এ সময়ের তারকা সন্তানদের মধ্যে।
আগামী দিনে সাধারণের মধ্যেও এমন ভাবেই সন্তানের নাম রাখার চল হবে কি? সময় বলবে!