Study Tips

পরীক্ষা এলেই পড়াশোনা গুলিয়ে যায়, কী ভাবে পড়লে তা মনে থাকবে দীর্ঘ দিন?

পড়াশোনা কঠিন নয়, হোক সহজ। কী ভাবে পড়লে পরীক্ষার সময় কোনটাই গুলিয়ে যাবে না?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১১
Share:

কিছুতেই পড়া গুলিয়ে যাবে না, শুধু বদলাতে হবে পড়াশোনার কৌশল। ছবি: সংগৃহীত।

ইতিহাসের সাল-তারিখ, ভূগোলে দেশের সীমানা মনে রাখতে গিয়ে গুলিয়ে যাচ্ছে? ত্রিকোণমিতি, জ্যামিতি, উপপাদ্য—যেন তালগোল পাকিয়ে যাচ্ছে?

Advertisement

বছরভর পড়াশোনা করেও পরীক্ষার আগে সবটা গুলিয়ে যাওয়ার অভিযোগ করে অনেক পড়ুয়াই। কারও কারও সমস্যা, পড়া কিছুতেই মনে থাকে না। আজ মুখস্ত করলে, এক সপ্তাহের পর সবটাই ভুলে যায়।

পড়াশোনা নিয়ে ভয়ভীতি, ভুলে যাওয়ার সমস্যা কাটাতে কৌশল হোক ‘স্মার্ট’। কী ভাবে পড়লে পড়া বোধগম্য এবং শেখা সহজ সহজ হবে, মনে থেকে যাবে দীর্ঘ দিন?

Advertisement

ভাগ করে নেওয়া দরকার: একসঙ্গে গোটা অধ্যায় পড়ে ফেললে তালগোল পাকিয়ে যেতে পারে। তার চেয়ে বরং একটি অধ্যায়কে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া যেতে পারে। পড়া এবং প্রশ্নোত্তরের মাধ্যমে লেখালেখির অভ্যাসে তা মনে থেকে যায় অনেক দিন।

বাড়িতেই পরীক্ষা: শুধু পড়াই যথেষ্ট নয়। বিষয়টি নিয়ে বাড়িতেই পরীক্ষা দেওয়ার অভ্যাসও বিশেষ কার্যকর হতে পারে। পরীক্ষা দিতে হলে আবার বিষয়টি পড়তে হবে এবং সময়ের মধ্যে লিখতেও হবে। এতে পরীক্ষাভীতি যেমন কাটবে, তেমন সময়ের মধ্যে লেখার অভ্যাসও তৈরি হবে।

নিজের মতো করে ব্যাখ্যা: কোনও বিষয় পড়ার পরে সেটি মনে মনে ভাবা এবং অন্যকে বোঝানোর অভ্যাসও কার্যকর হয়। শিশুদের যেমন বলা যেতে পারে, "পড়াটা তুমি এ বার বুঝিয়ে দাও।" নিজের মতো বিষয়টি ব্যাখ্যা করা বা বলার অভ্যাসও মনে রাখতে সাহায্য করে।

বিভিন্ন বিষয়: পড়াশোনায় বিভিন্ন বিষয় একসঙ্গে পড়তে হয়। সবচেয়ে ভাল হয়, যদি গাণিতিক ফর্মুলা, ইতিহাসের সাল-তারিখ কিংবা রসায়নের সাঙ্কেতিক চিহ্ন কাগজে বড় করে লিখে চোখের সামনে টাঙিয়ে রাখা যায়। উঠতে-বসতে সেই লেখা বা চার্টে চোখ পড়লে মনে রাখা সহজ হবে।

ঝালিয়ে নেওয়া: এক বার পড়াই যথেষ্ট নয়। এক মাস অন্তর পুরনো পড়া ঝালিয়ে নেওয়া জরুরি। মাঝেমধ্যে পুরনো পড়া ঝালিয়ে নিলে তা মনে থেকে যায় দীর্ঘ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement