Celebrity relationship

‘খুন করলেও বাঁচানোর চেষ্টা করব, কিন্তু... ’! সম্পর্কে কোন জিনিসটি মেনে নেবেন না, বললেন তমন্না

সম্পর্ক ভাঙার কারণ নিয়ে সরাসরি এ যাবৎ মুখ খোলেননি তমন্না। তবে সম্পর্কের শর্ত নিয়ে কথা বলেছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সম্পর্কের কোন জিনিসটি তিনি কখনওই মেনে নেবেন না?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১১:৪৫
Share:

সম্পর্কে কোন বিষয়টা অসম্মানের? জানালেন তমন্না ভাটিয়া। ছবি : সংগৃহীত।

সম্পর্ক ভাঙার ছাপ তারকাদের চোখেমুখেও পড়ে। তেমন ঘটনা যখন ঘটে, তখন কেউ নিজেকে কিছু দিনের জন্য আড়ালে নিয়ে যান। কেউ কেউ সংযমের অভিনয় করতে না পেরে প্রকাশ্যে ভেঙেও পড়েন। বলিউড এই দুই ধরনের ঘটনারই সাক্ষী থেকেছে। তবে অভিনেত্রী তমন্না ভাটিয়াকে দেখলে মনে হয়, তিনি ওই সব বিচ্যুতির ঊর্ধ্বে।

Advertisement

অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তাঁর সম্পর্ক অজানা ছিল না কারও। তাঁরাও এ নিয়ে কোনও আড়াল আবডাল রাখার চেষ্টা করেননি। কখনও হাতে হাত ধরে, কখনও কোমর জড়িয়ে আলিঙ্গনাবদ্ধ হয়ে হাজির হয়েছেন ক্যামেরার সামনে। সেই সম্পর্ক যখন হঠাৎ ভাঙল, তখন ভক্তকুল চিন্তায় ছিল, এর প্রভাব তমন্নার উপর কী ভাবে পড়বে। কিন্তু তমন্না ভেঙে পড়েননি। ভাঙনের খবর প্রকাশ্যে আসার পরেও ক্যামেরার মুখোমুখি হয়েছেন, হাসিমুখে কাজ করেছেন। নিজেকে এমন সংযত রেখেছিলেন কী ভাবে? কিছুটা এমনই প্রশ্ন শুনে তমন্না যা বললেন, তাতে একটি বিষয় স্পষ্ট—সম্পর্ক ভাঙা নিয়ে তাঁর মধ্যে কোনও আক্ষেপ নেই। তমন্না বলছেন, ‘‘কয়েকটা বিষয় আমি কোনও দিন মেনে নেব না। যতই ভালবাসি, মেনে নেব না।’’

সম্পর্ক ভাঙার কারণ নিয়ে সরাসরি এ যাবৎ মুখ খোলেননি তমন্না। তবে এ বার সম্পর্কের শর্ত নিয়ে কথা বললেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, সম্পর্কের কোন জিনিসটি তিনি কখনওই মেনে নেবেন না? জবাবে তমন্না বলেন, ‘‘আমি যখন কোনও সম্পর্কে থাকি, তখন আমার পুরোটা দিই। তুমি যদি খুন করে এসেও আমাকে বাঁচাতে বল, আমি সেটাও করব। যদি কেউ বলে আমার কোনও দোষ আছে, আমি তার কথা শুনে পরিস্থিতি বদলানোর চেষ্টা করব। কিন্তু কেউ যদি মিথ্যে কথা বলে, তবে আমি মেনে নেব না একেবারেই।’’

Advertisement

এর আগে সম্পর্ক নিয়ে কথা বলতে বসে তমন্না এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি সম্পর্কে চাওয়ায় নয়, দেওয়ায় বিশ্বাস করি। আমার চাহিদা অন্য মানুষের উপর চাপিয়ে দিই না। আগের সম্পর্ক থেকে এটা আমি শিখেছি।’’ সেই সময় তমন্না আর বিজয়ের প্রেম পুরোদমে চলছে। তার বছর কয়েক পরে তমন্না জীবন বদলেছেন। আর এ বার তিনি জানালেন, কেউ যদি তাঁর মুখের উপর মিথ্যা কথা বলে যায়, তা তিনি মেনে নিতে পারবেন না। তবে তমন্না বলছেন, ‘‘এটা শুধু আমার একার নয়। যে কোনও মেয়ের ক্ষেত্রেই বিষয়টা একই হবে বলে আমার মনে হয়। তা ছাড়া মিখ্যে বলাটাও শুধু সমস্যা নয়। উল্টো দিকের মানুষটি যখন মিথ্যে বলেন, তখন নিশ্চয়ই ভাবেন, তিনি মিথ্যে বলে যাবেন এবং আমি বিশ্বাস করব। আমার ওই ভাবনাতেও সমস্যা আছে। আমি শুধু মিথ্যা বলা নয়, ওই এই ভাবনাটাকেও অসম্মান বলে মনে করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement