Gardening With Kids

বাগান পরিচর্যার সঙ্গী হোক সন্তানও, ছোট থেকে কী ভাবে তাদের গাছের যত্ন নেওয়া শেখাবেন?

প্রকৃতি এবং পরিবেশের পাঠ দিতে চাইলে সন্তানকে বাগান পরিচর্যার সঙ্গী করতে পারেন। চারা রোপণ, গাছে জল দেওয়া, সার প্রয়োগ ইত্যাদির মাধ্যমে গাছের সঙ্গে সখ্য গড়ে উঠবে তার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৯:৩৮
Share:

খুদেকে কী ভাবে হাতে কলমে গাছের যত্ন নেওয়া শেখাবেন? ছবি: সংগৃহীত।

বাড়িতে থাকলেই দৌরাত্ম্য করে সন্তান? তাকে নিয়ে এমন অনেক কাজ করতে পারেন, যাতে শিশুমনের বিকাশ হয়। শিখতে পারে নতুন কিছু। সবুজ বাঁচানোর পাঠ দিতে বাড়ির বাগান পরিচর্যার সঙ্গী করতে পারেন তাকেও। কী ভাবে তা শুরু করবেন?

Advertisement

১। সন্তান যে সব্জিটি খেতে ভালবাসে বা যে ফল খায়, শুরু করতে পারেন তেমন কোনও একটি গাছের চারা দিয়েই। তবে সহজ পন্থায় বিশেষ যত্ন ছাড়া বেড়ে উঠতে পারে, এমন গাছই শুরুতে বেছে নেওয়া দরকার।

২। সন্তানের বয়সের উপযোগী কাজ এবং দায়িত্ব তাকে দেওয়া যেতে পারে। গাছের টবগুলি রং করা, কোন গাছ বসানো হচ্ছে তার লেবেলিং করা, এই ব্যাপারে সন্তানকে উৎসাহ দিতে পারেন।

Advertisement

৩। সন্তানকে সঙ্গে নিয়ে গাছের চারা বসাতে পারেন। হাতেকলমে শেখাতে পারেন, কখন জল দেয়, কী ভাবে দেয়। একই সঙ্গে সেই দায়িত্ব ছোট সদস্যের হাতে তুলে দিতে পারেন। দেখতে পারেন, কী ভাবে সে কাজ করছে। সব সময় ভুল না ধরিয়ে, ভুল থেকেও তাকে শেখানো যেতে পারে।

৪। বাগান পরিচর্যার সময় তাকে ছোট ছোট চ্যালেঞ্জ দেওয়া যেতে পারে। যেমন, আগাছা পরিষ্কার করা, মাটি আলগা করে দেওয়া। বাগান পরিচর্যায় ছোট সদস্যের উপযোগী সরঞ্জামও হাতের কাছে দিতে পারেন।

৫। গাছের যত্ন নেওয়ার পাশাপাশি নতুন গাছ চেনানো, গাছের বিভিন্ন অংশকে চিহ্নিত করতে শেখানো যেতে পারে। ফল, ফুল, ভেষজের গন্ধও তাকে ধীরে ধীরে চেনাতে পারেন।

৬। অনেক সব্জি হয়তো খেতে চায় না সন্তান। সে রকম গাছও বাড়িতে এনে তাকে পরিচর্যা করতে শেখাতে পারেন। নিজে হাতে যত্ন করা গাছ থেকে সব্জি ফললে, সে কিন্তু খেতে উৎসাহী হতে পারে। এ ভাবেই বিভিন্ন রকম সব্জির প্রতি তাকে আগ্রহী করে তোলা যেতে পারে।

৭। শুধু গাছ নয়, গাছের ক্ষতি করে যে পোকামাকড়, সে সম্পর্কেও তাকে ধারণা দিকে পারেন। গাছের সঙ্গে পাখি, প্রজাপতিও চেনাতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement