Reliance Jio

জিও-র ফের ধামাকা! এ বার হাজার টাকার ফোর জি ফোন, কল আনলিমিটেড 

গত ৫ সেপ্টেম্বর একটা বড় ঝটকা খেয়েছিল দেশবাসী। অফরুন্ত অফার নিয়ে বাজারে এসেছিল জিও। সেই দিন মুকেশ অম্বানির ঘোষণার পর জ্যাম হয়ে যায় টেলিকম দুনিয়া। এ বার আরও এক বড়সড় চমক জিও-র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ১৬:৪৬
Share:

জিও আনছে ৪জি ফিচার ফোন

গত ৫ সেপ্টেম্বর একটা বড় ঝটকা খেয়েছিল দেশবাসী। অফরুন্ত অফার নিয়ে বাজারে এসেছিল জিও। সেই দিন মুকেশ অম্বানির ঘোষণার পর জ্যাম হয়ে যায় টেলিকম দুনিয়া। এ বার আরও এক বড়সড় চমক জিও-র।

Advertisement

কোম্পানি সূত্রে খবর, বাজারে আসছে ফোর জি সাপোর্ট ফিচার ফোন। তাও আবার মাত্র ১ হাজার টাকায়! এখানেই শেষ নয়। সস্তার ফোনে থাকবে আনলিমিটেড ভিডিও এবং ভয়েস কলিং-এর সুবিধা। তবে ঠিক কবে বাজারে আসতে চলেছে এই ফোন তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। শোনা যাচ্ছে, ২০১৭-র গোড়ার দিকেই চলে আসবে এই ফোর জি সাপোর্ট ফিচার ফোন।

যে সব গ্রাহকরা এখনও পর্যন্ত স্মার্টফোন ব্যবহারে অভস্থ্য নন, তাঁদের জন্য ভয়েস ওভার এলটিই (ভিওএলটিই) যুক্ত এই ফিচার ফোন সুবিধাজনক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রত্যন্ত গ্রামেও ফোর জি পরিষেবা ছড়িয়ে দিতে এই ফোন গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে বলে মনে করছেন তাঁরা। রিলায়্যান্স জিও সংস্থার এক অধিকর্তা জানান, “এখনও দেশে টু জি ব্যবহার করেন এমন মানুষের সংখ্যা অনেক।” প্রায় একশো কোটির বেশি মানুষ মোবাইল ব্যবহার করলেও তার ৬৫ শতাংশ মানুষ শুধুমাত্র ফিচার ফোন ব্যবহার করেন। তাঁদের কাছে পৌঁছতেই এমন উদ্যোগ বলে জানান তিনি।

Advertisement

দেশে প্রথম ভয়েস ওভার এলটিই প্রযুক্তি নিয়ে আসে রিলায়্যান্স জিও। লঞ্চ হওয়ার পর প্রায় আড়াই কোটি গ্রাহক জিও পরিষেবা নিয়েছেন। ১০ কোটি মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্যে রয়েছে এই টেলিকম সংস্থা।

সূত্রের খবর, এক হাজার এবং দেড় হাজার টাকা মূল্যের ফিচার ফোন নিয়ে আসবে। জিও। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই সেগুলো লঞ্চ হবে জানা গিয়েছে। লাভা ইন্টারন্যাশনাল এবং চিনের এক টেলিকম সংস্থার যৌথ উদ্যোগে জিও তৈরি করছে এই ফিচার ফোন।

আরও পড়ুন- ভিডিও কল করতে হোয়্যাট্‌সঅ্যাপ খুলুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন