Lifetsyle News

মশার কামড় থেকে চুলকানি? ঘষে নিন কলার খোসা

মরসুম বদলের সময় মানেই মশার উত্পাত। এখন একটু ঠান্ডা পড়ায় উত্পাত কমে আসলেও মশার কামড়ে লাল হয়ে গিয়ে ফোলা দাগ হয়তো এখনও রয়ে গিয়েছে। শীত কালে ত্বক শুষ্ক হয়ে যাওয়ায় মশার কাম়ড় থেকে চুলকানির সমস্যাও হতে থাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ১৩:১৩
Share:

মরসুম বদলের সময় মানেই মশার উত্পাত। এখন একটু ঠান্ডা পড়ায় উত্পাত কমে আসলেও মশার কামড়ে লাল হয়ে গিয়ে ফোলা দাগ হয়তো এখনও রয়ে গিয়েছে। শীত কালে ত্বক শুষ্ক হয়ে যাওয়ায় মশার কাম়ড় থেকে চুলকানির সমস্যাও হতে থাকে। বাড়ির কাছে ঝোপঝাড় থাকলে পোকা মাকড়ের কামড়, কেন্নোর থেকেও হতে পারে চুলকানির সমস্যা। ছোটখাট চুলকানি থেকে হতে পারে বড় ইনফেকশনের সমস্যাও। এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য রয়েছে একটা ছোট অথচ কার্যকরী উপায়।

Advertisement

বাড়িতে সব সময় রাখুন কলা। যখনই মশা বা পোকার কামড় থেকে লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা বা চুলকানির সমস্যা হবে, ক্ষতের ওপর কলার খোসা ঘষতে থাকুন। এক-দু’ মিনিটের মধ্যেই চুলকানি কমে যাবে। কয়েক ঘণ্টার মধ্যে ফোলাও আস্তে আস্তে কমে আসবে।

যদি বেশি যন্ত্রণাদায়ক হয় মশার কামড়, বা কয়েক দিন অবহেলা করে বেড়ে গিয়ে থাকে চুলকানির সমস্যা, তাহলে দিনের মধ্যে দু’বার অন্তত কলার ঘষে নিন।

Advertisement

আরও পড়ুন: ডায়াবেটিস, কোলেস্টরল থেকে দূরে থাকতে রোজ খান কুমড়োর স্মুদি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন