সিঁদুর খেলুন, সেলফি তুলুন, বাঁচিয়ে স্মার্টফোন

বেলা গড়াতেই প্যান্ডেলে প্যান্ডেলে জমছে ভি়ড়। শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা। গোটা পুজোটাই জামা, জুতোর ফ্যাশন ছাপিয়ে গিয়ে ট্রেন্ড করেছে সেলফি। তাই সিঁদুর খেলে সেলফি পোস্ট তো আজ মাস্ট। তবে স্মার্টফোনটা কিন্তু বাঁচিয়ে!

Advertisement

প্রমা মিত্র

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৫ ১৫:৩১
Share:

বেলা গড়াতেই প্যান্ডেলে প্যান্ডেলে জমছে ভি়ড়। শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা। গোটা পুজোটাই জামা, জুতোর ফ্যাশন ছাপিয়ে গিয়ে ট্রেন্ড করেছে সেলফি। তাই সিঁদুর খেলে সেলফি পোস্ট তো আজ মাস্ট। তবে স্মার্টফোনটা কিন্তু বাঁচিয়ে!

Advertisement

সতর্ক থাকবেন কীভাবে-

১। সিঁদুর খেলার সময় স্মার্টফোন যত্ন করে ব্যাগে ঢুকিয়ে রাখুন।

Advertisement

২। সেলফি তোলার আগে রুমাল বা টিস্যু দিয়ে মুখ, আঙুলের ডগা হালকা মুছে নিন। এতে অতিরিক্ত সিঁদুর ঝরে যাবে। না হলে কিন্তু পোশাক, ফোন দুটোই নষ্ট হতে পারে।

৩। যেখানে অনেক ভিড় সেখান থেকে একটু দূরে সরে গিয়ে সেলফি তুলুন। হঠাত্ উদ্দাম সিঁদুর উড়ে এসে নষ্ট করে দিতে পারে স্মার্টফোন।

৪। খেয়াল রাখবেন ছবি তোলার সময় কেউ যেন পিছন থেকে এসে সিঁদুর মাখিয়ে দিতে না পারে। অসাবধানতায় শুধু ফোনের নয়, ক্ষতি হতে পারে আপনার চোখেরও।

৫। সেলফি তুলে পোস্ট করার পরই ব্যাগে ঢুকিয়ে রাখুন ফোন। অতি উত্সাহে তখনই বন্ধুদের দেখাতে যাবেন না। মনে রাখবেন এ দিন বাতাসে উড়বে সিঁদুর। সবাই আপনার মতো হাতও মুছে নেননি। তাই কা়ড়াকাড়িতে সিঁদুর ঢুকে যে কোনও সময় জবাব দিয়ে দিতে পারে আপনার সাধের ফোন। ফেসবুক, ইন্সটাগ্রামে সবাই দেখতেই পাবেন।

ব্যাস। সব দিক ঠিকঠাক থাকলে এ বার সুবিধা মতো আলো দেখে, পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে নিজর সেরা অ্যাঙ্গেলে তুলে ফেলুন সেলফি। পোস্ট করলেই লাইকের বন্যা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন