এ বার ডায়াপারই জানাবে ‘প্লিজ চেঞ্জ মি’!

আপনি কী কাজের চাপে বাচ্চার ডায়াপার চেঞ্জ করার কথা ভুলেই গেছেন? হুঁশ ফিরল বাচ্চার কান্না শুনে। না কি ভিজে ডায়াপার নিয়ে বাচ্চা দিব্যি খেলে যাচ্ছে বলে আপনিও আর গা করেন নি। ফল, বাচ্চার গা ভর্তি র্যাশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৫ ১১:১৩
Share:

আপনি কী কাজের চাপে বাচ্চার ডায়াপার চেঞ্জ করার কথা ভুলেই গেছেন? হুঁশ ফিরল বাচ্চার কান্না শুনে। না কি ভিজে ডায়াপার নিয়ে বাচ্চা দিব্যি খেলে যাচ্ছে বলে আপনিও আর গা করেন নি। ফল, বাচ্চার গা ভর্তি র্যাশ।

Advertisement

বড্ড ঝক্কির কাজ! কেমন হতো ডায়াপারই যদি আপনাকে জানান দিত তার ভিজে যাওয়ার কথা? সেনসর ডায়াপার কিনলেই তো হয়। আপনার বাচ্চার কান্নার আগেই সেনসর আপনাকে জানান দেবে ডায়াপার চেঞ্জ করতে হবে কি না। এতে যেমন নিশ্চিন্তে আপনার কাজও সারতে পারবেন। তেমন বাচ্চাও সুরক্ষিত থাকবে।

সিঙ্গাপুরের এক দল বিজ্ঞানী বাচ্চার স্বাস্থ্যের কথা ভেবে এই ডায়াপার বাজারে আনতে চলেছেন। তবে এখনই ভারতের বাজারে মিলছে না।

Advertisement

কী ভাবে জানান দেবে এই ডায়াপার?

একটা সেনসর স্ট্রিপ, কমপ্যাক্ট ওয়ারলেস ট্রান্সমিটার আর একটা রিসিভার যৌথ ভাবে এই কাজ করবে। ডায়াপার ভিজে গেলে সেনসর তা জানান দেবে ট্রান্সমিটার কে। আর ট্রান্সমিটার আপনার মোবাইল নম্বরে খবর পৌঁছে দেবে। শুধু আগে থেকেই সেনসর ডায়াপারের সিস্টেমের সঙ্গে যুক্ত করতে হবে আপনার মোবাইল নম্বরটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement