Life style news

এত দিন যে ভাবে সূচে সুতো পরাতেন সেটা ভুল! দেখুন ভিডিও

একটু বুদ্ধির ব্যবহারে খুব সহজেই সূচে সুতো পড়ানো যায়। যা আমরা অনেকেই জানি না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ১০:৫৪
Share:

প্রতীকী ছবি।

মনে পড়ছে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার দিনগুলো? বাড়িতে হাজার অনুশীলনের পরও বার বারই হাতছাড়া হয়ে যেত পুরস্কার। কারণ বার বারই গলছে গলছে করেও সূচের সরু ফুটো দিয়ে সুতোটাকে আর গলানো যেত না। বা তাড়াহুড়ো করে বেরনোর সময় জামার বোতাম সেলাই করতে গেলেন, আর অনেক চেষ্টার পর সূচে সুতো পরাতে পারলেন। তত ক্ষণে ঘড়ির কাঁটা অবশ্য অনেকটাই এগিয়ে গিয়েছে। সূচে সুতো পরানো নিয়ে এই ধরনের অভিজ্ঞতা কম-বেশি আমাদের সকলেরই। কিন্তু একটু বুদ্ধির ব্যবহারে খুব সহজেই সূচে সুতো পরানো যায়। যা আমরা অনেকেই জানি না।

Advertisement

সম্প্রতি সূচে সুতো পরানোর সহজ একটি কৌশল ভাইরাল হয়েছে। জন বিক নামে এক টুইটার ব্যবহারকারী সূচে সুতো পরানোর একটি ভিডিও শেয়ার করেছেন। তার ক্যাপশনে জন লিখেছেন, ‘সবচেয়ে খারাপ লাগবে যখন জানবেন, এত দিন ধরে আপনি একটা ভুল পদ্ধতি অনুসরণ করছিলেন।’ শেয়ারের পরই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৩৫ হাজার রিটুইট এবং ৭১ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে।

কী সেই সহজ কৌশল?

Advertisement

ভিডিওতে দেখা গিয়েছে, হাতের তালুতে সুতো রেখে তার উপর সূচের ছিদ্রের অংশ রেখে কিছু ক্ষণ আঙুল দিয়ে হাল্কা ভাবে ঘষছেন এক মহিলা। আর ম্যাজিকের মতো সুতো ওই ছিদ্রের মধ্যে প্রবেশ করল। এর জন্য হাত পরিষ্কার এবং শুকনো হওয়া উচিত। বা এই কৌশল প্রয়োগ করার জন্য যে জায়গা বেছে নেবেন তা পরিষ্কার এবং শুকনো হতে হবে। তা যেন খুব নরম এবং খুব বেশি মসৃণ না হয়।

আরও পড়ুন: পেশী বানাতে চান? ডায়েট রাখুন প্রোটিন সমৃদ্ধ এই খাবারগুলি

দেখুন ভিডিও:

ভিডিওটি দেখে এবং এর প্রয়োগ করে খুশি টুইটার ব্যবহারকারীরা। তাঁদের এক জন মন্তব্য করেন, “এই ম্যাজিকটা জীবনের অনেকগুলো বছর বাঁচিয়ে দিত।’’ এক জন লেখেন, “ইন্টারনেট সঙ্গে রাখার এটাই কারণ।” অর্থাৎ ভিডিওটিকে মুশকিল আসান বলতে চেয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement