শুধু ভিডিও চ্যাট নয়, এবার স্কাইপ-এ দেখা যাবে সিনেমার ক্লিপিংসও। মোজির মতই ছোট ছোট ভিডিও ক্লিপিংসে থাকবে জনপ্রিয় সিনেমার অংশ। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার নিরিখে এই মুহূর্তে পৃথিবীতে দু’নম্বরে ভারত। স্কাইপ-এর পাঁচটা প্রধান বাজারের মধ্যে অন্যতম এ’দেশ। ইন্টারনেট ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে অন্তর্জাল দুনিয়ার মাথাদের ভারতের প্রতি নজর রোজ তীক্ষ্ণ হচ্ছে। নিত্য নতুন অফারের ঝুলি নিয়ে রোজ আসছেন কেউ না কেউ। বাজার দখলের লড়াইয়ে নিজেদের শিকড় আরও একটু বিস্তার করতে বলিউডের শরণাপন্ন হল স্কাইপ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই যশ রাজ ফিল্মস এবং এরোস নাও-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা।
‘‘মাঝে মাঝে অনুভূতি প্রকাশের জন্য মুখের কথা যথেষ্ট হয় না। জনপ্রিয় সিনেমার সংলাপ সহজেই না বলা অনেক কথা বলে দিয়ে যায়। বলিউডি মোজির মাধ্যমে এদেশের ইউসাররা আরও ভাল করে নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন। আপাতত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।, রা ওয়ান, ধুম টু-থ্রি, তনু ওয়েডস মনু রিটার্নস, দেবদাসের ক্লিপিংস থাকছে ইউসারদের জন্য।’’ জানিয়াছেন ভারতে স্কাইপ-এর কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট গুরদীপ সিংহ পাল।
তিনি জানিয়েছেন নেট নিউট্রালিটির উপর স্কাইপ-এর অগাধ আস্থা। তাঁর কথায়, ‘‘যে পরিবেশ নেট নিউট্রালিটির উপযোগী আমরা সবসময় তাকেই সমর্থন করব।’’