Life style news

প্রথম ডেট? ভুলেও এই ভুলগুলো করবেন না

যাঁরা প্রথম ডেট করতে চলেছেন এই মরসুমে তাঁরা মাথায় রাখুন এগুলো। ভুলচুক হলে প্রথম দিনই ভেস্তে যেতে পারে সম্পর্ক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ১৫:২৯
Share:
০১ ০৬

দোরগোড়ায় হাজির বর্ষা। আর বর্ষাই হল বছরের সবচেয়ে রোম্যান্টিক ঋতু। তাই যাঁরা প্রথম ডেট করতে চলেছেন এই মরসুমে তাঁরা মাথায় রাখুন এগুলো। ভুলচুক হলে প্রথম দিনই ভেস্তে যেতে পারে সম্পর্ক।

০২ ০৬

প্রথম ডেট অনেকটা জীবনের প্রথম পরীক্ষার মতো। দু’জনেই কম-বেশি নার্ভাস থাকেন। তাই কখনও অন্যের ব্যক্তিগত জীবনে প্রথম দিনই মাথা ঘামাবেন না।

Advertisement
০৩ ০৬

আপনিই কথা বলে গেলেন আর সামনের জন শুধু শুনে গেল, এমনটা যেন না হয়। তাঁকেও বলতে দিন। তা না হলে তাঁর প্রতি অসম্মান করা হবে।

০৪ ০৬

সব সময় মাথায় রাখবেন আপনার কোনও ব্যবহারে যেন তাঁর মনে না হয় যে, আপনি ডমিনেট করছেন। তাঁর কোনও কথা, কোনও ব্যবহার ভাল না লাগতেই পারে, তা বলে ডমিনেট করতে যাবেন না।

০৫ ০৬

হয়ত আপনার ডেট পার্টনার পৌঁছতে দেরি করলেন। অনেকটা সময় পার্কে বা রেস্তরাঁয় আপনাকে অপেক্ষা করতে হল। এতে আপনার জরুরি কিছু কাজও পিছিয়ে গেল। মনে মনে যতই রাগ বা বিরক্তি থাকুক, মুখে প্রকাশ করবেন না।

০৬ ০৬

ডেটে গিয়ে কখনও ফোনে ব্যস্ত থাকবেন না। একে অপরকে বুঝে নিন বরং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement