COVID 19

করোনার জন্য হাসপাতলে ভর্তি হচ্ছেন? সে ক্ষেত্রে সঙ্গে কী কী নিয়ে যাবেন?

এক বার হাসপাতালে যাওয়ার অর্থ, সেখানে কত দিন থাকতে হবে, আপনি জানেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১২:৩২
Share:

হাসপাতালে যাওয়ার আগে মিলিয়ে নিন চেকলিস্ট। ছবি: সংগৃহীত

বাড়িতে থেকে কোভিডের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না? সে ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতেই হবে। কিন্তু মনে রাখবেন, এক বার হাসপাতালে যাওয়ার অর্থ, সেখানে কত দিন থাকতে হবে, আপনি জানেন না। তাই যাওয়ার আগে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে যাওয়াই ভাল।

Advertisement

এখন প্রত্যেক হাসাপাতালের উপরই অতিরিক্ত চাপ। তাই অন্য সময়ে হাসপাতালগুলিতে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যা, এখন তা নাও পাওয়া যেতে পারে। তাই দেখে নিন, কী কী জিনিস সঙ্গে রাখতেই হবে।

রোজকার জিনিস:

Advertisement
  • নিজেদের পরিষ্কার জামাকাপড়
  • চটি
  • মোজা
  • অন্তর্বাস
  • কাগজ কলম
  • হাঁটার লাঠি (যাঁদের হাঁটতে সমস্যা হয়)

নিতেই হবে:

  • ফোন, চার্জার
  • টুথব্রাশ এবং মাজন
  • চিরুনি
  • ইয়ারফোন
  • হালকা গরম জামা

নিরাপদে থাকতে:

  • মাস্ক এবে স্যানিটাইজার
  • থার্মোমিটার
  • পাল্‌স অক্সিমিটার
  • লিপবাম
  • স্ক্রিম

ওষুধপত্র:

কোভিড চিকিৎসার ওষুধ তো বটেই, পাশাপাশি নিয়মিত অন্য কোনও ওষুধ খেলে, সেটাও সঙ্গে নিতে হবে।

আরামের জন্য:

এখন হাসপাতালে খুবই টানাটানি অবস্থা। চাইলেও আপনাকে অথিরিক্ত চাদর বা বালিশ দেওয়া সম্ভব নয়। তাই এগুলিও সঙ্গে নিন।

সময় কাটাতে:

বইয়ের চেয়ে ভাল রাস্তা আর কিছুই হতে পারে না। প্রিয় ১-২টি বই সঙ্গে রাখুন হাসপাতালে যাওয়ার সময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement