Cooking Hacks

মাটির হাঁড়িতে মাংস রাঁধলে স্বাদ বেড়ে যায় কয়েক গুণ! তবে জানতে হবে সঠিক কায়দা

মাটির হাঁড়িতে রান্না করলে খাবারের সঙ্গে বিভিন্ন খনিজ যুক্ত হয়। তা ছাড়া, মাটির পাত্রে রান্না করলে তেলও কম লাগে। তাই রান্না হয় স্বাস্থ্যকর। মাটির হাঁড়িতে রান্না করার সময় কী কী বিষয় মাথায় রাখবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৯:৫৩
Share:

মাটির হাড়িতে রান্না করুন নিয়ম মেনে। ছবি: সংগৃহীত।

বিহারের পদ হলেও চম্পারণ মিটের জনপ্রিয়তা কলকাতাবাসীর ইদানীং বেশ ভালই বেড়েছে। চিকেন কিংবা মটনের সঙ্গে সর্ষের তেল, গোটা মশলা, পেঁয়াজ, রসুন, গুঁড়ো মশলা মিলিয়ে মাটির পাত্রে ঢেলে ঢিমে আঁচে রান্না করা হয় এই পদটি। মাটির পাত্রে রান্নার জন্য মাংসের স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। আপনি চাইলে বাড়িতেও মাংস রাঁধতে পারেন মাটির হাড়িতে। কিন্তু এই ধরনের পাত্র ব্যবহার করার জন্য জানতে হবে হবে সঠিক কায়দা।

Advertisement

মাটির মধ্যে থাকে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং সালফার। হাঁড়িতে রান্না করলে খাবারের সঙ্গে এই খনিজগুলি যুক্ত হয়। তা ছাড়া, মাটির পাত্রে রান্না করলে তেলও কম লাগে। তাই রান্না হয় স্বাস্থ্যকর। মাটির হাঁড়িতে রান্না করার সময় কী কী বিষয় মাথায় রাখবেন?

১) ব্যবহারের আগে মাটির হাঁড়িটি ভাল করে পরিষ্কার করে নেওয়া জরুরি। খানিকটা শুকনো আটা হাতে নিয়ে ভাল ভাবে পাত্রের গায়ে মাখিয়ে নিতে হবে। ভাল ভাবে সেই পাত্র এ বার ঘষলে আলগা মাটি বেরিয়ে আসবে। সরে যাবে ধুলোবালিও।

Advertisement

২) তার পর জল গরম করে অন্তত ৮ থেকে ১০ ঘণ্টা মাটির হাঁড়িটি ভিজিয়ে রাখুন। এত ক্ষণ জলে ভিজিয়ে রাখলে খানিকটা জল শুষে নেয় হাঁড়ি। এতে রান্না করতে সুবিধা হয়। ঘণ্টা দশেক পরে পাত্রটিতে জল ভরে নিয়ে গ্যাসে বসান। জল ফুটে গেলে তা ফেলে দিন। পাত্র শুকিয়ে নিয়ে রেখে দিন। রান্নার জন্য এখন তা তৈরি।

৩) মাটির পাত্রে রান্না করার সময় গ্যাসের আঁচ সম্পর্কে সচেতন হতে হবে। খুব বেশি চড়া আঁচে মাটির হাঁড়িতে রান্না করা যাবে না।

৪) মাটির পাত্রে রান্না করার সময় কাঠের হাতা-খুন্তি ব্যবহার করাই শ্রেয়। স্টিলের হাতা ব্যবহার করলে হাঁড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল।

৫) গ্যাসের আঁচ থেকে নামিয়ে মাটির পাত্রটি কখনই খুব বেশি ঠান্ডা জায়গায় রাখা যাবে না। তা হলে পাত্রটি ভেঙে যেতে পারে। ভেজা তোয়ালের উপর মাটির গরম পাত্র রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement