World’s Oldest Dog

দ্বিতীয় বার বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের শিরোপা পেল টোবিকিথ! বয়স কত তার?

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এপ্রিল মাসে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর ছিল ২১ বছর বয়সি চিহুয়াহুয়া টোবিকিথ। কেন হাতছাড়া হয় তার সিংহাসন?

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১৩:৫৫
Share:

২০২১ সালে এপ্রিল মাসে সবচেয়ে বয়স্ক কুকুর হিসাবে গিনেস বুকে নাম ওঠে টোবিকিথের। ছবি: সংগৃহীত

অক্টোবরের শুরুতে টয় ফক্স টেরিয়ার পেবলসের মৃত্যুর পর ফের বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের শিরোপা উঠল টোবিকিথের মাথায়।

Advertisement

পেবলসের আগে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর ছিল ২১ বছর বয়সি চিহুয়াহুয়া টোবিকিথ। ২০২১ সালে এপ্রিল মাসে সবচেয়ে বয়স্ক কুকুর হিসাবে গিনেস বুকে নাম ওঠে তার। তবে চলতি বছরের শুরুর দিকে পেবলসের জন্য তার সিংহাসনচ্যুত হয়। ফ্লোরিডার জিসেলা শোর ২১ বছর আগে টোবিকিথের মালিকানা নিয়েছিলেন। এক বয়স্ক দম্পতি কুকুরছানাটির দায়িত্ব না নিতে পেরে জিসেলার হাতে টোবিকিথকে দিয়ে যান।

ছোট্ট বাক্সে ভরে জিসেলার কাছে টোবিকিথ আসে। ছবি: সংগৃহীত

জিসেলাকে বৃদ্ধা জানা্ন, তাঁর শরীর ভাল নেই তাঁর, স্বামীরও ক্যানসার ধরা পড়েছে, তাই কুকুরছানাটির যত্নআত্তি তাঁরা করতে পারবেন না। ছোট্ট বাক্সে ভরে জিসেলার কাছে টোবিকিথ আসে। প্রথম দেখাতেই তাকে আপন করেন নেন জিসেলা।

Advertisement

জিসেলা জানান, কুকুরছানাটির নাম প্রথমে ছিল পিনাট বাটার। পরে তিনি তার নাম পরিবর্তন করে রাখেন টোবিকিথ।

দিন কয়েক আগেই পেবলসের মৃত্যু হয়। মত্যুর সময় তার বয়স ছিল ২২। তার পরেই আবার হারানো তাজ ফিরে পায় টোবিকিথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন