'#RipTwitter', এবার যেমন খুশি মেসেজ দেখাবে টুইটার প্রোফাইলে?

আসার আগেই সমালোচনা শুরু টুইটারে নতুন টুলস নিয়ে। ফেসবুকের মতো টুইটারও নিয়ে আসতে চলেছে টাইমলাইন। কিন্তু এই খবর প্রকাশ হতেই টুইটারে সমালোচনায় ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই দুঃখের সঙ্গে বলতে শুরু করেছেন, ‘রিপ টুইটার’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:০৫
Share:

আসার আগেই সমালোচনা শুরু টুইটারে নতুন টুলস নিয়ে। ফেসবুকের মতো টুইটারও নিয়ে আসতে চলেছে টাইমলাইন। কিন্তু এই খবর প্রকাশ হতেই টুইটারে সমালোচনায় ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই দুঃখের সঙ্গে বলতে শুরু করেছেন, ‘রিপ টুইটার’। কেউ বা বলছেন, ‘টুইটার ফেসবুকের মতো হয়ে গেল’। কী এমন ঘটল?

Advertisement

বাজফিড ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবার টুইটার মেসেজ অ্যালগরিদম হিসাবে দেখাবে আপনার প্রোফাইলে। ব্যবহারকারীদের পছন্দ মতো আর টুইট বার্তা দেখাবে না। ফেসবুকের টাইমলাইনের মতোই টুইটারে পছন্দ অনুযায়ী দেখতে পাবেন মেসেজ। তবে এখনও পর্যন্ত টুইটার কর্তৃপক্ষ সরকারিভাবে কোনও তথ্য দেয়নি। বাজফিড ওয়েসাইটের দাবি, গত সপ্তাহের মধ্যে আসতে চলেছে টুইটারে এই নতুন টুলসটি।

আরও খবর: অপরাধী ধরতে নয়া অ্যাপ পুলিশের

Advertisement

নতুন টুলস অ্যালগরিদম হিসাবে এলে ব্যবহারকারীদের টুইট করতে অসুবিধা হবে বলে আশঙ্কা করছেন অনেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন