সেক্স লাইফ উপভোগ করতে রোজ খান দু’কাপ কফি

ওষুধ নয়, সেক্স লাইফ আরও উপভোগ্য করে তুলবে কফি। এমনটাই দাবি বিশেষজ্ঞদের। ইরেকটাল ডিসফাংশানে ভোগেন বহু পুরুষ। আর ইরেকটাল ডিসফাংশান থেকে শুরু হয় ডায়াবেটি‌স, ওবেসিটি, হার্ট অ্যাটাকের মতো রোগ।

Advertisement
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ১২:১২
Share:

ওষুধ নয়, সেক্স লাইফ আরও উপভোগ্য করে তুলবে কফি। এমনটাই দাবি বিশেষজ্ঞদের। ইরেকটাল ডিসফাংশানে ভোগেন বহু পুরুষ। আর ইরেকটাল ডিসফাংশান থেকে শুরু হয় ডায়াবেটি‌স, ওবেসিটি, হার্ট অ্যাটাকের মতো রোগ। টেক্সাস ইউনিভার্সিটির বিজ্ঞানীদের করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যে সকল পুরুষ দিনে ২ কাপ কফি খান তাঁরা সেক্স থেকে অনেক বেশি তৃপ্তি পান।

Advertisement

টেক্সাস ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড লোপেজ জানিয়েছেন, কফির মধ্যে থাকা ক্যাফেইন শরীরে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে পুরুষাঙ্গ পর্যন্ত রক্ত চলাচলের বেগ আরও বাড়িয়ে দেয়। তবে সতর্কবার্তা দিয়ে তাঁরা জানিয়েছেন, উদ্বিদ্ধ হয়ে দিনে দু’কাপের বেশি কফি খেতে যাবেন না। বেশি কফি সেক্স লাইফে বিপরীত প্রভাবও ফেলতে পারে।

আরও পড়ুন: ঘুমের ধরন দেখে জেনে নিন চরিত্র

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement