হোয়াটসঅ্যাপে গোপনীয়তায় মুড়ছে আপনার মেসেজ

এ বারে হোয়াটস্‌অ্যাপে আরও বাড়বে গোপন গোপন খেলা। প্রেম করুন খোলা মনে, সব ইনহিবিশন তুড়িতে উড়িয়ে। মনের কথা খুলে যত খুশি হোয়াটস্‌অ্যাপে লিখুন। সহকর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ অথচ গোপন কথা শেয়ার করুন নিশ্চিন্তে। চাইলে বসকে চাট্টি গালও দিয়ে দিতে পারেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ১৩:৫২
Share:

এ বারে হোয়াটস্‌অ্যাপে আরও বাড়বে গোপন গোপন খেলা। প্রেম করুন খোলা মনে, সব ইনহিবিশন তুড়িতে উড়িয়ে। মনের কথা খুলে যত খুশি হোয়াটস্‌অ্যাপে লিখুন। সহকর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ অথচ গোপন কথা শেয়ার করুন নিশ্চিন্তে। চাইলে বসকে চাট্টি গালও দিয়ে দিতে পারেন। বন্ধুদের সঙ্গে গসিপ করুন, পিএনপিসি করুন প্রাণ খুলে। আপনি না চাইলে এ বার থেকে আর কেউই আপনার টেক্সট মেসেজ বা শেয়ার করা ভিডিও বা ছবি কেউই দেখতে পারবে না। কোনও সাইবার অপরাধী বা কোনও ল এনফোর্সমেন্ট এজেন্সি, এমনকী খোদ হোয়াটস্‌অ্যাপ কর্তৃপক্ষ— কেউই না। হোয়াটস্‌অ্যাপ আপডেটেড ভার্সানে চলে এসেছে এন্ড টু এন্ড এনক্রিপশন। গ্রুপ চ্যাট এবং হোয়াটস্‌অ্যাপ কলের ক্ষেত্রেও পাওয়া যাবে এই সুবিধা।

Advertisement

গত দু’বছর ধরে ইউজারদের উন্নততর পরিষেবা এবং তাঁদের মেসেজের নিরাপত্তা বাড়ানোর জন্য মেসেজের এনক্রিপটেড ফর্ম আনার চেষ্টা করছে হোয়াটস্‌অ্যাপ। এই পরিষেবা চালু করার পর হোয়াটস্‌অ্যাপের কো ফাউন্ডার জ্যান কোয়ুম নিজের ফেসবুকে ওয়ালে পোস্ট করে এই এই মেসেজিং অ্যাপের নয়া অবতারের খবর দিয়েছেন।

আরও পড়ুন-হোয়াটস্অ্যাপে অনলাইন থেকেও বন্ধুদের চোখে ফাঁকি দেবেন কী করে? জেনে নিন...

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন