Lifestyle News

এ বার থেকে হোয়াটস্‌অ্যাপে ইউটিউব ভিডিও দেখা আরও সহজ, জেনে নিন কীভাবে

যোগাযোগ রক্ষা থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান, বিনোদন থেকে টাইম পাস— সব কিছুর সৌজন্যে সেই সবুজ গোলক, থুড়ি হোয়াটসঅ্যাপ। গান শোনা থেকে ছবি দেখা, মেসেজিং থেকে ভিডিও শেয়ারিং— সবেতেই হোয়াটসঅ্যাপের জুড়ি মেলা ভার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ১২:৪৮
Share:

এবার থেকে হোয়াটসঅ্যাপ-এর পেজেই দেখা যাবে ইউটিউবের ভিডিও।

টেক স্যাভি প্রজন্মের কাছে সমস্ত দুনিয়াটাই এখন বন্দি সবজে গোলকটির মধ্যে। স্মার্ট ফোনের জগতে এই গোলকের মোহে আটকে আট থেকে আশি। যোগাযোগ রক্ষা থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান, বিনোদন থেকে টাইম পাস— সব কিছুর সৌজন্যে সেই সবুজ গোলক, থুড়ি হোয়াটসঅ্যাপ। গান শোনা থেকে ছবি দেখা, মেসেজিং থেকে ভিডিও শেয়ারিং— সবেতেই হোয়াটসঅ্যাপের জুড়ি মেলা ভার।

Advertisement

কিন্তু এতদিন এই হোয়াটসঅ্যাপে ইউটিউব ভিডিও শেয়ার করা গেলেও তা ওই অ্যাপের মধ্যে দেখা যেত না। ইউটিউব ভিডিও-র যে কোনও লিঙ্কে ক্লিক করলে তা খুলত ইউটিউবেরই পাতায়। এই সমস্যা দূর করতে, হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনে একটি কি-ফিচার আনছে সংস্থা। জনপ্রিয় ওয়েব পোর্টাল ডব্লুউএবিএটাইনফো সূত্রে খবর, এখন থেকে আর ইউটিউব ভিডিও দেখতে গেলে ইউটিউব পেজ খুলবে না। অ্যাপের মধ্যেই পিকচার-ইন-পিকচার মোডে খুলবে ভিডিওটি। সেখান থেকেই ভিডিওর পর্দাটি ‘রি-সাইজ’ করা যাবে।

আরও পড়ুন: আসছে নোকিয়ার সবচেয়ে দামি স্মার্টফোন, জেনে নিন এর দাম ও ফিচার

Advertisement

চাইলে গোটা পর্দা জুড়েও দেখা যাবে ভিডিও। ভিডিও হাইড করে পাশাপাশি দেখে নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ চ্যাটও। তবে চ্যাটবক্স পরিবর্তন করলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখতে হবে। প্লে স্টোরে গিয়ে হোয়াটস্অ্যাপের ২.১৭.৪০ ভার্সনটি ডাউনলোড করলে আপনিও পাবেন এই সুবিধা।

তবে এখনও পর্যন্ত শুধু মাত্র অ্যাপেল স্টোরেই পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপের এই নয়া ভার্সন। এখনও পর্যন্ত আইফোন ৬ এবং তাঁর চেয়ে উন্নত ভার্সনগুলিতেই পাওয়া যাবে এই ফিচার। কবে এই নতুন পরিষেবা অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যাবে, সে বিষয়ে অবশ্য কিছু খোলসা করে বলেনি জনপ্রিয় এই মেসেঞ্জার সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন