Lifestyle News

আপনাকেই কেন বেছে বেছে মশা কামড়ায়? জেনে নিন

মশার কামড় খায়নি এমন লোক এই দুনিয়ায় খুঁজে পাওয়া ভার। মশা কেন কামড়ায় এই নিয়ে আমাদের মনে ইতিউতি প্রশ্ন জাগলেও খুব একটা মাথা ঘামাই না। তবে কাউকে বেশি মশা কামড়ালে আমরা কটাক্ষ করে বলে থাকি, রক্ত মিষ্টি বলেই মশারা বেশি কামড়াচ্ছে! এ রকম নানা চলতি রসিকতা আমরা করেই থাকি। কিন্তু মশা কেন বেছে বেছে কিছু মানুষকে কেন বেশি কামড়ায়? কারণ অবশ্যই আছে। কী সেই কারণ?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৩:০২
Share:
০১ ০৭

মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়, এ নিয়ে গবেষণা শুরু করেছে আমেরিকান মসকিউটো কন্ট্রোল অ্যাসোসিয়েশন (এএমসিএ)। <br>তাঁদের দাবি, এর পিছনে রয়েছে আমাদের বেশ কিছু বডি ফ্যাক্টর। তবে <br>এই বডি ফ্যাক্টরগুলি যে বেশির ভাগই দায়ী, তেমনটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি।

০২ ০৭

শরীরের গন্ধ: যে বডি ফ্যাক্টরগুলোর কথা এএমসিএ বলছে, তার মধ্যে একটি হল মানুষের শরীরের গন্ধ।<br> আমাদের শরীর থেকে নানা রকম গন্ধ বেরোয়। সেই গন্ধেই বেশি<br> আকৃষ্ট হয় মশা। প্রায় ৫০ মিটার দূর থেকে এই গন্ধ পায় মশা।

Advertisement
০৩ ০৭

রক্তের গ্রুপ: আপনার কি রক্তের গ্রুপ ‘ও’? তা হলে মশা আপনার প্রতি বেশি আকৃষ্ট হবে। গবেষণা বলছে, ‘ও’ <br>গ্রুপের মানুষকে বেশি মশা কামড়ায়। তুলনায় কম কামড়ায় ‘এ’ <br>গ্রুপের মানুষদের। ‘বি’ গ্রুপের প্রতি কম আকৃষ্ট হয় মশককুল।

০৪ ০৭

কার্বন ডাই-অক্সাইড: মশারা সমস্ত রকম কার্বন ডাই-অক্সাইডের প্রতি আকৃষ্ট হয়। পূর্ণবয়স্ক মানুষেরা <br>শিশুদের তুলনায় বেশি কার্বন ডাই-অক্সাইড ছাড়ে। ফলে শিশুদের তুলনায় তাদের মশা কামড়ায় বেশি। <br>ঠিক একই কারণে প্রসূতি মহিলাদের মশা বেশি কামড়ায়। কারণ তাঁরা বেশি Co2 ছাড়ে।

০৫ ০৭

অ্যাথলিট: আপনি কি খেলাধুলা করেন? তা হলে মশা তো আপনাকে ভালবাসবেই! কারণ, খেললে আমাদের <br>শরীর প্রচন্ড গরম হয়ে যায়। সেই সঙ্গে ঘাম হয়। মশারা ল্যাকটিক অ্যসিড, ইউরিক অ্যাসিডের এবং <br>অ্যামোনিয়ার মতো বেশ কিছু কমপাউন্ডের গন্ধের প্রতি বেশি আকৃষ্ট হয়। আর <br>আমাদের ঘামে এই কমপাউন্ডগুলো থাকে। ফলে মশককুল ধেয়ে আসে।

০৬ ০৭

ত্বক: আপনার ত্বকে কি স্টেরয়েড বা কোলেস্টেরল বেশি মাত্রায় আছে? তা হলে মশারা বেশি আকৃষ্ট হবে। <br>তবে এমনটা ভাবার কোনও কারণ নেই যে ত্বকে কোলেস্টেরল বেশি থাকা মানেই শরীরে তা বেশি আছে।

০৭ ০৭

বিয়ার: আপনি কি বিয়ার খান, তা হলে মশাও আপনাকে বেশি খাবে। সমীক্ষায় দেখা গিয়েছে, বিয়ার খাওয়ার <br>পর আমাদের ঘাম থেকে ইথানলের গন্ধ বেরোয়। তাতে বেশি আকৃষ্ট হয় মশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement