টুকরো খবর

থ্যালাসেমিয়া সচেতনতা পদযাত্রার আয়োজন করল বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকালে বড়জোড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে বহু স্কুল কলেজের ছাত্র-সহ একটি মিছিল শোভাযাত্রা করে। ছিলেন বড়জোড়ার পঞ্চায়েত প্রধান অর্চিতা বিদ, ব্লক স্বাস্থ্য আধিকারিক কৌশিক গরাই-সহ অনেকে। সংগঠনের সম্পাদক কাঞ্চন বিদ বলেন, “থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে আমরা সারা বছরই বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। চলতি বছরে বড়জোড়ায় আটটি থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির করেছি।”

Advertisement
শেষ আপডেট: ০৯ মে ২০১৪ ০২:২৮
Share:

সচেতনতায় পদযাত্রা
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া

Advertisement

থ্যালাসেমিয়া সচেতনতা পদযাত্রার আয়োজন করল বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকালে বড়জোড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে বহু স্কুল কলেজের ছাত্র-সহ একটি মিছিল শোভাযাত্রা করে। ছিলেন বড়জোড়ার পঞ্চায়েত প্রধান অর্চিতা বিদ, ব্লক স্বাস্থ্য আধিকারিক কৌশিক গরাই-সহ অনেকে। সংগঠনের সম্পাদক কাঞ্চন বিদ বলেন, “থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে আমরা সারা বছরই বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। চলতি বছরে বড়জোড়ায় আটটি থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির করেছি।”

Advertisement

গাফিলতির নালিশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

রোগিণীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে শিলিগুড়ির সেবক রোডের এক নার্সিংহোম কর্তৃপক্ষ এবং সেখানকার এক চিকিৎসকের বিরুদ্ধে। স্তনে ফোড়া নিয়ে আক্রান্ত ওই রোগিণী পরে ভিন রাজ্যে গিয়ে চিকিৎসায় সুস্থ হন। পরে নার্সিংহোম এবং চিকিৎসকের বিরুদ্ধে শিলিগুড়ির ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন ওই রোগিণী। ৩ এপ্রিল ক্রেতা সুরক্ষা আদালত বাইরে গিয়ে চিকিৎসা করাতে যে খরচ হয়েছে সেই টাকা এবং ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ৪৫ দিনের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দেয়। আদালত সূত্রে জানা গিয়েছে, রোগিণীর নাম পূর্ণিমা রায়। বাড়ি চালসায়। স্বামী দীপঙ্কর রায় শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। সেই সূত্রে শিলিগুড়িতে থাকেন। ২০১১-র ৭ ডিসেম্বর সেবক রোডের এক নার্সিংহোমে তাঁর স্তনের ফোড়া অস্ত্রোপচার করেন চিকিৎসক। দীপঙ্করবাবু জানান, অস্ত্রোপচারের পর ‘গজ’ শরীরের ভিতরেই ছিল। তাতে যন্ত্রণা হচ্ছিল। তাই ভিন রাজ্যে গিয়ে চিকিৎসা করিয়ে তাঁকে সুস্থ করানো হয়েছে। তাতে মোট ১ লক্ষ ৬২ হাজার ৪৬০ টাকা খরচ হয়ে গিয়েছে।

মনোরোগীদের স্বাস্থ্যকেন্দ্র চালু
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

মানসিক রোগীদের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালু হল কোচবিহারে। বৃহস্পতিবার পুরসভা চত্বরের এক ভবনে স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধন হয়। যার নাম দেওয়া হয়েছে জনমানস প্রাথমিক মানসিক স্বাস্থ্যকেন্দ্র। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে কোচবিহারের পুরসভা চেয়ারম্যান বীরেন কুণ্ডু, ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ সহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা মানসিক রোগের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন। ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ জানান, “মানসিক রোগ বিষয়ে চিকিৎসায় নানা পরামর্শ দিতে ওই উদ্যোগ নেওয়া হয়েছে।”

রক্ত বিক্রির অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে বেআইনি ভাবে রক্ত বিক্রির অভিযোগে শনিবার এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম স্বাগতা বসু। বাড়ি উত্তর কলকাতার বিডন স্ট্রিট এলাকায়। তিনি ওই হাসপাতালের আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মরত। হাওড়ার জগৎবল্লভপুরের বাসিন্দা শেখ আরিফের অভিযোগ, তিনি মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে এক আত্মীয়ের জন্য রক্ত আনতে গিয়েছিলেন। দুই ইউনিট রক্তের জন্য স্বাগতাদেবী তাঁর কাছে ২০০০ টাকা দাবি করেন। অত টাকা আরিফের সঙ্গে ছিল না। তাই তিনি স্বাগতাকে ১৫০ টাকা দিয়েছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। আরিফের অভিযোগ, এর পরেও স্বাগতা তাঁর কাছ থেকে বাকি টাকার জন্য জোরাজুরি করেছিলেন। তার পরেই তিনি বৌবাজার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।


থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের শহর-ভ্রমণ। বৃহস্পতিবার, বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে। ছবি: সুদীপ্ত ভৌমিক।


উলুবেড়িয়া হাসপাতাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement