মানসিক হাসপাতাল নিয়ে ক্ষোভ কোর্টের

এ রাজ্যের মানসিক হাসপাতালগুলির হাল ফেরানোর ব্যাপারে সরকারি উদ্যোগের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম ওয়াই ইকবাল এবং বিচারপতি শিবকীর্তি ঘোষের বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে, পশ্চিমবঙ্গের মানসিক হাসপাতালগুলির হাল নিয়ে রাজ্যের তরফে যে-হলফনামা পেশ করা হয়েছিল, তাতে তারা মোটেই সন্তুষ্ট নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৪ ০২:৪৭
Share:

এ রাজ্যের মানসিক হাসপাতালগুলির হাল ফেরানোর ব্যাপারে সরকারি উদ্যোগের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম ওয়াই ইকবাল এবং বিচারপতি শিবকীর্তি ঘোষের বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে, পশ্চিমবঙ্গের মানসিক হাসপাতালগুলির হাল নিয়ে রাজ্যের তরফে যে-হলফনামা পেশ করা হয়েছিল, তাতে তারা মোটেই সন্তুষ্ট নয়। এ ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশন এবং বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ এবং নিউরো সায়েন্সেস-কে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছে আদালত।

Advertisement

শুধু পশ্চিমবঙ্গ নয়, কী ভাবে সারা দেশের বিভিন্ন মানসিক হাসপাতালের হাল ফেরানো যায় এবং চিকিৎসার মান উন্নত করা যায়, সেই ব্যাপারে ওই দুই প্রতিষ্ঠানের মতামত চাওয়া হয়েছে। বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মানসিক রোগীদের জন্য প্রতিটি রাজ্যে অন্তত একটি রেফারেল হাসপাতাল থাকা উচিত।

কিছু দিন আগে দেশের মানসিক হাসপাতালগুলির হাল নিয়ে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যকে মানসিক হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে হলফনামা জমা দিতে বলা হয়েছিল। মানসিক হাসপাতালগুলির দুরবস্থা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনও একাধিক বার অভিযোগ করেছে আদালতে। কমিশনের আইনজীবী এ দিন আদালতে অভিযোগ করেন, ১৯৯৬ সালে জেলা-ভিত্তিক মানসিক স্বাস্থ্য কর্মসূচি চালু হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ জেলা-ভিত্তিক তথ্য সরবরাহ করে না। নিয়মিত ওই সব তথ্য পেলে অনেক মানসিক রোগই প্রাথমিক পর্যায়ে ধরা সম্ভব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement