রেলশহরে ডায়েরিয়া

ডায়েরিয়ায় আক্রান্ত হলেন দু’জন। শুক্রবার রাত থেকেই অসুস্থ হয়ে পড়ে শহরের ২৩ নম্বর ওয়ার্ডের ইন্দার দুই ব্যক্তি। তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল থেকে খাসপাড়া, বোসপাড়া, আমডাঙা ও মাঝিপাড়ায় বাড়তে থাকে ডায়েরিয়ায় আক্রান্তের সংখ্যা।

Advertisement
খড়্গপুর শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৫ ০৪:০১
Share:

ডায়েরিয়ায় আক্রান্ত হলেন দু’জন। শুক্রবার রাত থেকেই অসুস্থ হয়ে পড়ে শহরের ২৩ নম্বর ওয়ার্ডের ইন্দার দুই ব্যক্তি। তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল থেকে খাসপাড়া, বোসপাড়া, আমডাঙা ও মাঝিপাড়ায় বাড়তে থাকে ডায়েরিয়ায় আক্রান্তের সংখ্যা। এলাকায় যান স্থানীয় কাউন্সিলর অপর্ণা ঘোষ। তিনি বলেন, “কয়েকদিন ধরেই পুরসভার পাইপ লাইনের জলে নোংরা পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত ৪০ জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। সংখ্যাটা বাড়ছে।” যদিও খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকারের দাবি, “পানীয় জল থেকে ডায়েরিয়া ছড়ানোর অভিযোগ নেই। তবে ঝরিয়ায় পাম্প হাউসের কাছে ব্লিচিং দিতে বলেছি।” এ বিষয়ে জেলা উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, “ওই এলাকার দু’জন ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে নতুন করে কেউ ডায়েরিয়ায় আক্রান্ত হয়নি। স্বাস্থ্যকর্মীরা এলাকায় নজরদারি চালাচ্ছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন