Prawn

Prawn Recipes: বৃষ্টিমুখর দিন জমে উঠুক চিংড়ির বাহারি পদের সঙ্গে

খিচুড়ি, ইলিশ তো রয়েছেই। তবে, বৃষ্টির দিনে মন ভাল করতে আপনাদের জন্য রইল এমনই কয়েকটি জিভে জল আনা চিংড়ির রেসিপি।

Advertisement

সংগৃহীত প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১৩:১৬
Share:

জিভে জল আনা চিংড়ি মাছের রেসিপি

গ্রীষ্মের পচা গরম থেকে মুক্তি পাওয়ার দিন শেষ। বৈশাখ, জৈষ্ঠ পেরিয়ে আষাঢ় মাসে বৃষ্টির আগমনে খানিকটা হলেও স্বস্তি পায় শহরবাসী। আসলে বৃষ্টির শহরের দু’রকম রূপ রয়েছে। এক দিকে যেমন কফি কাপ হাতে জানালার ধারে বসে বৃষ্টির শহরকে উপভোগ করা, আবার অন্যদিকে শহরের বিভিন্ন জায়গায় জল-কাদার উৎপাতে প্রাণ ওষ্ঠাগত। আবার বৃষ্টি মানেই দুপুর বেলায় নানান পদের রকমফের। খিচুড়ি, ইলিশ তো রয়েছেই। তবে চিংড়ির কিছু বাহারি পদে জমে যেতে পারে বৃষ্টির দুপুর। বৃষ্টির দিনে মন ভাল করতে আপনার জন্য রইল এমনই কয়েকটি জিভে জল আনা রেসিপি।

Advertisement

পোস্ত চিংড়ি

চিংড়ি মাছের পদ মানেই কি মালাইকারি বা ভাপা? একদমই নয়। এই বর্ষায় পোস্ত দিয়ে রেঁধে ফেলুন চিংড়ি। বৃষ্টির দিনে এই রেসিপি যে আপনার মন জয় করে নেবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কী ভাবে বানাবেন এই লোভনীয় পোস্ত চিংড়ি?

Advertisement

জিভে জল আনা পোস্ত চিংড়ি

উপকরণ

  • ১০০ গ্রাম চিংড়ি মাছ
  • ৪ চামচ পোস্ত
  • ১ চামচ কালো জিরে
  • ১/২ চামচ হলুদ গুঁড়ো
  • ৪ চামচ সরষের তেল
  • ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • ৫ থেকে ৬টি কাঁচালঙ্কা
  • নুন স্বাদমতো
  • ১ কাপ জল

প্রণালী

প্রথমে চিংড়িমাছগুলি ভাল করে ধুয়ে বেশ কিছুক্ষণ নুন ও হলুদ মাখিয়ে রেখে দিন। এর পরে অল্প তেলে কম আঁচে মাছগুলি ভেজে নিন। পোস্ত, কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো জল দিয়ে ভাল করে একটি পেস্ট তৈরি করে রাখুন। কড়াইতে তেল গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো কালো জিরে ও কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে, তাতে ওই মিশ্রণটা ঢেলে ভাল করে কষাতে থাকুন। ধীরে ধীরে ওই কড়াইতে দিন পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো ও হলুদ। মশলা দেওয়ার পরে ফের ভাল করে মশলাটি কষাতে থাকুন। তেল বের হয়ে এলে, ওই মিশ্রণে সামান্য জল দিয়ে অল্প আঁচে ফোটাতে থাকুন। ফুটে উঠলে ভাজা চিংড়ি মাছগুলি কড়াইয়ে দিয়ে ঢাকা দিয়ে দিন। অল্প আঁচে ১০ থেকে ১৫ মিনিট রেখে, ওপর থেকে অল্প কাঁচা সরষের তেল আর চেড়া কাঁচা লঙ্কা দিলেই তৈরি পোস্ত চিংড়ি।

কুচো চিংড়ির বড়া

এই পদটি বিশেষ করে তাঁদের জন্য, যাঁদের কাছে বৃষ্টির বিকেল মানেই চা-পকোড়া মাস্ট। কুচো চিংড়ি দিয়ে তৈরি বড়া যে কোনও বৃষ্টিমুখর সন্ধাকে ভাল করে দিতে পারে।

কুচো চিংড়ির বড়া

উপকরণ

  • কুচো চিংড়ি ৪০০ গ্রাম
  • পেঁয়াজ কুচি ১০০ গ্রাম
  • কাঁচালঙ্কা কুচি ১০ গ্রাম
  • আদা বাটা ৫ গ্রাম
  • রসুন কুচি ২০ গ্রাম
  • ময়দা ৭৫ গ্রাম
  • নুন স্বাদ মতো
  • ধনেপাতা কুচি
  • তেল ১০০ গ্রাম

প্রণালী

প্রথমে চিংড়ি মাছগুলি খুব ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। এর পরে একটি বাটিতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদাবাটা নিয়ে ভাল করে মিশিয়ে নিন। চিংড়ি মাছের জল ঝরিয়ে তার মধ্যে পেঁয়াজের মিশ্রণটি মেশান। এর পরে তাতে রসুন, ময়দা, নুন, ধনেপাতা কুচি দিয়ে ভাল করে মেখে নিন। একটি প্যানে তেল গরম করে তার মধ্যে চিংড়ির মিশ্রণটি অল্প অল্প করে বড়ার আকারে ভেজে নিলেই তৈরি কুচো চিংড়ির বড়া। কাসুন্দির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

এই প্রতিবেদনটি সংগৃহীত এবং 'আষাঢ়ের গল্প' ফিচারের অংশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন