ফ্রেমবন্দি

ছবি বা শুধু মাত্র ছবির ফ্রেম দিয়েই সাজিয়ে নেওয়া যায় একটা গোটা ঘর। কেমন হবে সেই সাজ?বাড়ির দেওয়ালসজ্জায় ছবির ব্যবহার অনেক দিনের। তবে ছবি দিয়ে ঘর সাজানোরও কিছু নিয়ম আছে, যা মেনে চললে ঘরের রূপ খোলতাই হয়।

Advertisement

 নবনীতা দত্ত

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

বাড়ির দেওয়ালসজ্জায় ছবির ব্যবহার অনেক দিনের। তবে ছবি দিয়ে ঘর সাজানোরও কিছু নিয়ম আছে, যা মেনে চললে ঘরের রূপ খোলতাই হয়।

Advertisement

• কাঠের, ধাতুর, ঝিনুকের, হাতে তৈরি ইত্যাদি নানা ধরনের ফ্রেম কিনতে পাওয়া যায়। ছবির ফ্রেম বাছার সময়ে ঘরের রং মাথায় রাখবেন। ঘরের রঙের সঙ্গে যেন মানানসই হয় ছবির ফ্রেম।

• বিভিন্ন মেটিরিয়ালের যেমন ফ্রেম হয়, তেমনই বিভিন্ন ধরনের ফ্রেমও কিনতে পাওয়া যায়। যেমন পোস্টার ফ্রেম, ফোটো বুথ ফ্রেম, কোলাজ ফ্রেম, পোর্ট্রেট ফ্রেম ইত্যাদি। আপনি যে ধরনের ছবি দিয়ে ঘর সাজাবেন, সেই অনুযায়ী ফোটো ফ্রেম বাছতে হবে।

Advertisement

• একটা দেওয়ালে অনেক ছবি একসঙ্গে সাজানোর সময়ে খেয়াল রাখবেন, ফ্রেমগুলো যেন ভিন্ন আকারের হয়। একই দেওয়ালে সব গোল বা সব চৌকো ফ্রেম না রেখে চৌকো, আয়তাকার, গোল, ডিম্বাকার বিভিন্ন আকারের ফ্রেমে ছবি বাঁধিয়ে মিলিয়ে মিশিয়ে সাজাতে পারেন।

• কোন ছবি কোন ঘরে রাখবেন, তারও একটা ছক বানিয়ে নিন আগে। যেমন বেডরুমে রাখতে পারেন পারিবারিক ছবি। আর বসার ঘরে ঘুরতে যাওয়ার ছবি বাঁধিয়ে সাজিয়ে নিন। আবার কিচেনের দেওয়াল খাবারের ছবির ব্লক দিয়ে সাজাতে পারেন। সিঁড়িতে পেন্টিং রাখলে ভাল দেখাবে। বৈঠকখানার দেওয়ালেও পেন্টিং রাখতে পারেন।

• যে দেওয়ালে ছবি রাখবেন, তাতে যেন সরাসরি সূর্যালোক এসে না পড়ে। সূর্যের আলো ছবির কাচে প্রতিফলিত হলে ছবির দৃশ্যায়নে ব্যাঘাত ঘটে। তা ছাড়া রোদের আঁচে কাচও নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি।

ছবির উপরে ছোট ছোট স্পটলাইট লাগিয়ে নিতে পারেন।

• ফ্রেমে ছবি না রেখে ছোট্ট নোট লিখে দিতে পারেন মার্কার দিয়ে। ওয়ার্ডগেমের অক্ষরও সাজিয়ে ফেলতে পারেন।

ছবির বিষয়বস্তু, প্রিন্ট কোয়ালিটিও বিবেচ্য। পাশাপাশি সঠিক ছবি নির্বাচনও জরুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন