প্লেসম্যাটে সাজবদল

একঘেয়েমি কাটুক টেবিলে পাতা নতুন ম্যাটেবাড়িঘরের আনাচেকানাচে সামান্য শৌখিনতা বদলে দেয় জীবনের মানে। জানালায় ঝোলানো পর্দা হোক বা খাবার টেবিলে পাতা ম্যাট... সামান্য যত্ন নিলে ধরা দেয় রুচিও।

Advertisement
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ০০:০০
Share:

কনটেম্পোরারি ম্যাট

বাড়িঘরের আনাচেকানাচে সামান্য শৌখিনতা বদলে দেয় জীবনের মানে। জানালায় ঝোলানো পর্দা হোক বা খাবার টেবিলে পাতা ম্যাট... সামান্য যত্ন নিলে ধরা দেয় রুচিও। খাবারের টেবিলে প্লেসম্যাটও রুচিরই পরিচায়ক। একঘেয়ে জীবন যেমন ভাল লাগে না, তেমনই খাবারের টেবিলে এক ম্যাটও দেখতে ভাল না লাগাই স্বাভাবিক। প্রতি সপ্তাহে বদলে যাওয়া প্লেসম্যাট টেবিলে রাখলে একঘেয়েমি দূর হবে, আবার রোজকার ডাল-ভাতে আসবে নতুন স্বাদ।

Advertisement

ব্যাম্বু ম্যাট: বাঁশের হাল্কা টুকরো জুড়ে তৈরি এই ব্যাম্বু ম্যাট অনেকের পরিচিত। প্রয়োজনে ধুয়ে ফেলা যায় এগুলো। এ ছাড়াও এই জাতীয় ম্যাট পরিবেশবান্ধব হওয়ায়, সবুজচেতনার বার্তাও জড়িয়ে। বাঁশ ছা়়ড়াও রয়েছে কাঠের টুকরো দিয়ে তৈরি টুইগ ম্যাট।

Advertisement

ওরিয়েন্টাল ম্যাট: দেখতে অত্যন্ত সুন্দর এশিয়ান ডিজ়াইনের এই ওরিয়েন্টাল ম্যাট মাত্রই শৌখিনতার প্রতীক। বাড়িতে বিশেষ কোনও অনুষ্ঠানে টেবিলে পাততে পারেন ওরিয়েন্টাল ম্যাট। লিনেন কিংবা সিল্কের উপরে নকশি কাঁথা অথবা সিমেট্রিক কোনও ডিজ়াইনের ওরিয়েন্টাল ম্যাটের কদর অনন্য।

পরিবেশবান্ধব ম্যাট

কনটেম্পোরারি ম্যাট: আধুনিকতার ছোঁয়া লেগেছে এই জাতীয় ম্যাটে। সমসাময়িক ডিজ়াইন, রঙের নানা শেডের কনটেম্পোরারি ম্যাট সহজেই মন কেড়ে নেয়। লিনেনের উপরে অ্যাপ্লিক অথবা সুতোর বিশেষ কাজ করা কনটেম্পোরারি প্লেস ম্যাটের উপরে পরিবেশন করতে পারেন পশ্চিমি খাবার।

ওয়াটারপ্রুফ ম্যাট: বা়ড়িতে বাচ্চা থাকলে টেবিলের উপরে খাবার উল্টে ফেলার প্রবণতাও থাকে অনেক বেশি। সে ক্ষেত্রে ভাল মানের ওয়াটার ও স্টেনপ্রুফ প্লাস্টিক ম্যাট ব্যবহার করতে পারেন। এতে পানীয় বা খাবারের দাগ পড়বে না ম্যাটে।

ক্রোশে ম্যাট: আগেকার দিনে জামবাটি ভর্তি দুধ মা-ঠাকুমারা রাখতেন কুরুশে বোনা ম্যাটের উপরে। এই ম্যাটই ক্রোশে ম্যাট নামে পরিচিত। এই ম্যাট শুধু দেখতেই সুন্দর নয়, বয়ে নিয়ে আসে আলাদা আভিজাত্য। তাই ক্রোশে ম্যাটের উপরে কাঁসার থালায় ভাত-মাছ খাওয়ার কদরই আলাদা।

প্লেসম্যাটের তালিকা লম্বা। নানা ধরনের ফ্যাব্রিকে কাজ করে ম্যাটের সংখ্যাও বাড়ছে অগুনতি। দরকার শুধু আপনার সংগ্রহের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন