প্যাস্টেল প্যালেট

মোলায়েম প্যাস্টেল শেডের পশ্চিমি আউটফিটে হ্যান্ডকাট অ্যাপ্লিক, সিকুইন, কর্ডওয়র্কের কাজ দেখে চোখ ফেরানো দায়মোলায়েম প্যাস্টেল শেডের পশ্চিমি আউটফিটে হ্যান্ডকাট অ্যাপ্লিক, সিকুইন, কর্ডওয়র্কের কাজ দেখে চোখ ফেরানো দায়

Advertisement

পারমিতা সাহা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ০০:৩২
Share:

বড্ড পেলব, মোলায়েম এই রঙের আমেজ। প্যাস্টেল। গ্রীষ্মের প্রখরতাও যেন ম্লান হয়ে যায় প্যাস্টেলের স্নিগ্ধতায়। বিখ্যাত ডিজাইনার ডুয়ো পঙ্কজ ও নিধির এই কালেকশনে তাই বোধ হয় প্যাস্টেলের নানা শেডের খেলা।

Advertisement

(বাঁ দিকের) নীল রঙা টপে রয়েছে কর্ডওয়র্কের সঙ্গে হ্যান্ডকাট ফ্লোরাল অ্যাপ্লিক। নীলের দুটি শেড ভারি সুন্দর ভাবে ব্যালান্সড।

দ্বিতীয় পোশাকটিতে অর্থাৎ সফ্‌ট প্যাস্টেল স্কার্টটিতে সিকুইন, এমবেলিশমেন্ট ও হ্যান্ডকাট অ্যাপ্লিকের ডিটেলিং থেকে চোখ ফেরানো দায়!

Advertisement

এর সঙ্গে সিম্পল টপ। হ্যান্ডকাট অ্যাপ্লিকের তৃতীয় পোশাকটিতে আপনি নিঃসন্দেহে হয়ে উঠবেন যে কোনও অনুষ্ঠানের আকর্ষণ!

চতুর্থ পোশাকটির ইউএসপি কর্ডওয়র্ক ও হ্যান্ডকাট অ্যাপ্লিকের জ্যাকেট। এহেন ক্লাসি আউটফিটের সঙ্গে সাজ হবে মিনিমালিস্ট।

মডেল: জুহি, রিয়া

পোশাক: পঙ্কজ অ্যান্ড নিধি

ইয়ারিং: জ্যাজি জুয়েলরি

মেকআপ ও হেয়ার: অভিজিৎ পাল

ছবি: অমিত দাস

লোকেশন:

১৪৪ রিমাউন্ট রোড, আলিপুর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement