স্ট্রিট স্মার্ট

নো মেকআপ লুক আর ক্যাজুয়াল পোশাকই আলিয়া ভট্টর ফ্যাশন মন্ত্র। ভক্তদেরও সেই মতো পরামর্শ দিলেন আলিয়াতাঁকে দেখলে মনে হবে মুখে মেকআপের লেশমাত্র নেই। কিন্তু আলিয়া ভট্ট জানালেন, তিনি সাজতে ভালবাসেন এবং প্রচুর পরিমাণে মেকআপ করেও থাকেন। অথচ নো-মেকআপ লুকটাই তাঁর ইউএসপি। আসলে এটাই নায়িকার ক্যারিশমা!

Advertisement
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০০:০০
Share:

তাঁকে দেখলে মনে হবে মুখে মেকআপের লেশমাত্র নেই। কিন্তু আলিয়া ভট্ট জানালেন, তিনি সাজতে ভালবাসেন এবং প্রচুর পরিমাণে মেকআপ করেও থাকেন। অথচ নো-মেকআপ লুকটাই তাঁর ইউএসপি। আসলে এটাই নায়িকার ক্যারিশমা!

Advertisement

তিনি যে প্রতিদিন সাজগোজ করেন এমন নয়, কিন্তু ইচ্ছে হলেই মেকআপ কিট নিয়ে বসে যান। তবে নায়িকার মতে, ‘‘মেকআপ এমন হবে যাতে সেটা বোঝা না যায়। তা না হলে মজাটাই মাটি!’’ নায়িকার চোখ আর ঠৌঁট সবচেয়ে বেশি আকর্ষণীয়। চোখে কাজল দিতে মোটেও কার্পণ্য করেন না আলিয়া। বললেন, ‘‘কাজলের সঙ্গে বেশ ভাল করে মাসকারা লাগাবেন। চোখ আরও উজ্জ্বল দেখাবে।’’ চোখের মেকআপ ডার্ক করলে ঠোঁট হালকা রাখারই পক্ষপাতী নায়িকা। তবে ট্রেন্ড মেনে ডার্ক রেড লিপসও তাঁর পছন্দের।

আলিয়া ফ্যাশন ট্রেন্ডগুলো মানলেও জোর দেন স্বাচ্ছন্দ্যের উপর। ‘ডিয়ার জিন্দেগি’তে তাঁর পোশাক বেশ জনপ্রিয় হয়েছিল। আধুনিক প্রজন্মের মনপসন্দ পোশাক পরেছিলেন ছবিতে। পোশাকের জন্য কুল ক্যাজুয়াল ঘরানাই আলিয়ার পছন্দ। বন্ধুদের সঙ্গে হ্যাংআউট কিংবা সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে মুভি ডেট যাই হোক না কেন, জানালেন জবরজং কোনও কিছুই পরবেন না তিনি। কোয়ার্কি প্রিন্টের শর্ট ড্রেস আলিয়ার বেশ পছন্দের। পায়ে স্টিলেটো আর ট্রেন্ডি স্লিং ব্যাগ দিলেই সাজে বাজিমাত। ‘‘ডেনিমের উপরে ট্যাঙ্ক টপের সঙ্গে একটা লং জ্যাকেট পরে নিন। স্মার্ট দেখাবে,’’ পরামর্শ আলিয়ার।

Advertisement

এখন স্নিকার্সের ট্রেন্ড চলছে। সাদা স্নিকার্স পরতে পারেন। প্রিন্টেন্ড স্নিকার্সও ইন। শর্ট ড্রেস, ডেনিম সবের সঙ্গেই যাবে। রাতের পার্টি হলে একটু জ্যাজি স্নিকার্স পরতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন