সঙ্গীত সমালোচনা...

হৃদয়ে যখন রবি

বিধাননগর উপাসনার উদ্যোগে অহীন্দ্রমঞ্চে শোনা গেল বিভিন্ন শিল্পীর কণ্ঠে ‘হৃদয়ে রবি’। অনুষ্ঠানের সূচনা করলেন সুমিত্রা চট্টোপাধ্যায়। দু’ দিনের এই অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্য ছিল রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গানগুলিকে কয়েকটি পর্বে পরিবেশন করা।

Advertisement
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৪ ০০:০০
Share:

বিধাননগর উপাসনার উদ্যোগে অহীন্দ্রমঞ্চে শোনা গেল বিভিন্ন শিল্পীর কণ্ঠে ‘হৃদয়ে রবি’। অনুষ্ঠানের সূচনা করলেন সুমিত্রা চট্টোপাধ্যায়। দু’ দিনের এই অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্য ছিল রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গানগুলিকে কয়েকটি পর্বে পরিবেশন করা।

Advertisement

বর্ষার কিছু ব্যতিক্রমী গান যেমন শোনা গেল, তেমনই পূজা পর্যায়ের বেশ কিছু গান যা সচরাচর শোনাই যায় না। প্রথম পর্বের শিল্পীদের মধ্যে ছিলেন শ্রীকান্ত আচার্য, ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন প্রমুখ। অন্যান্য শিল্পীদের মধ্যে ছিলেন প্রবুদ্ধ রাহা, অলোক রায়চৌধুরী, মনোজমুরলি নায়ার, স্বরূপ পাল প্রমুখ। শুধু গান নয়, রবীন্দ্র পাঠেও শ্রোতাদের মুগ্ধ করলেন জগন্নাথ বসু, ঊর্মিমালা বসু, কাজল শূর।

Advertisement

বাণীচক্রের গানে

বাণীচক্রের আয়োজনে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশ নিয়েছিলেন নবীন ও প্রবীণ শিল্পীরা। প্রাধান্য পেয়েছে রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement