Investments in 2025

স্বল্পমেয়াদি না দীর্ঘমেয়াদি, কোন বিনিয়োগ আপনার জন্য উপযুক্ত জানেন কি?

অনেক সময়েই আপনি একটি দ্বিধার সম্মুখীন হতে পারেন- স্বল্পমেয়াদের জন্য না দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৭
Share:

প্রতীকী চিত্র (ছবি: সংগৃহীত)

বিনিয়োগ করার সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বিনিয়োগ কত দিনের জন্য করবেন, তা নিশ্চিত করা। যে সব বিনিয়োগকারী সবেমাত্র বিনিয়োগ শুরু করেছেন, তাঁদের জন্য এটি ভীষণ ভাবে প্রযোজ্য।

Advertisement

অনেক সময়েই আপনি একটি দ্বিধার সম্মুখীন হতে পারেন- স্বল্পমেয়াদের জন্য না দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করবেন? তাই জেনে নেওয়া যাক, স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ কাকে বলে এবং কোন সময়কালের জন্য বিনিয়োগ করলে কী সুবিধা পাওয়া যাবে।

স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রধান পার্থক্য হল এর সময়কাল। বিনিয়োগকারীরা তাঁদের আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং বিনিয়োগের সময়সীমার উপরে ভিত্তি করে লগ্নি করেন।

Advertisement

দীর্ঘমেয়াদি বিনিয়োগ কী?

দীর্ঘ সময় ধরে রিটার্ন পাওয়ার লক্ষ্যেই দীর্ঘমেয়াদি মিউচুয়াল ফান্ডগুলি সাধারণত ইক্যুইটি, ব্যালান্সড ফান্ড এবং পোর্টফোলিও বৈচিত্র্যকরণে বিনিয়োগ করে।

দীর্ঘমেয়াদি মিউচুয়াল ফান্ডের সুবিধা

উচ্চ রিটার্নের সম্ভাবনা

দীর্ঘমেয়াদি মিউচুয়াল ফান্ডগুলি ইক্যুইটি-ভিত্তিক এবং স্বল্পমেয়াদি তহবিলের তুলনায় বাড়তি সময়ের জন্য উচ্চ রিটার্ন প্রদান করে, যা মূল্যবৃদ্ধির প্রভাব এড়াতে সহায়ক। দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ বাজারের অস্থিরতা বুঝতে সাহায্য করে।

কম্পাউন্ডিং-এর ক্ষমতা

দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম সুবিধা হল চক্রবৃদ্ধির শক্তি। এটি মূল বিনিয়োগের পাশাপাশি অর্জিত রিটার্নের উপর আয় তৈরি করে। বিনিয়োগের সময়কাল যত বেশি হবে, চক্রবৃদ্ধির প্রভাব স্পষ্ট হবে।

খরচের গড়

দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা গড় খরচে চলার সুযোগ দেয়, যার অর্থ হল দাম কম হলে বেশি ইউনিট কিনতে পারবেন এবং দাম বেশি হলে কম ইউনিট কিনতে পারবেন। এটি বাজারের অস্থির সময়ে ক্রয় খরচের গড়ে চলে।

সম্পদ সৃষ্টি

দীর্ঘমেয়াদি মিউচুয়াল ফান্ডগুলি ১০, ১৫ বা ২০ -বছরের মধ্যে উল্লেখযোগ্য সম্পদ তৈরি করতে পারে। তারা বিনিয়োগকারীদের অবসর পরিকল্পনা বা শিশুদের শিক্ষা পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ আর্থিক লক্ষ্য পূরণ করে।

স্বল্পমেয়াদি তহবিলের লক্ষ্য ১-৩ বছরের স্বল্প সময়ের মধ্যে স্থিতিশীল রিটার্ন প্রদান করা। এগুলি প্রধানত বন্ড, ট্রেজারি বিল, ইত্যাদির মতো স্থায়ী-আয়ের সিকিউরিটিগুলিতে বিনিয়োগ করে। এগুলি স্থির আয় প্রদান করে এবং তুলনামূলকভাবে এগুলিতে বিনিয়োগের ঝুঁকি কম।

আবার, দীর্ঘমেয়াদি ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে সাধারণত ৫-১০ বছর বা তার বেশি বিনিয়োগের সময় থাকে। এই তহবিলগুলি সক্রিয় ভাবে স্টক এবং ইক্যুইটি বাজারে বিনিয়োগ করা হয়, যার লক্ষ্য সময়ের সঙ্গে উচ্চতর মুদ্রাস্ফীতি-সামঞ্জস্যপূর্ণ রিটার্ন প্রদান করা।

স্বল্পমেয়াদি বিনিয়োগ কী?

স্বল্পমেয়াদি বিনিয়োগ সাধারণত অল্প সময়ের জন্য হয় - তিন বছর বা তার কম। এগুলি সাধারণত সেই সব প্রয়োজন বা লক্ষ্যগুলির জন্য উপযুক্ত, যা আরও তাৎক্ষণিক বা নিকট ভবিষ্যতে প্রয়োজন — যেমন, একটি গাড়ি কেনার জন্য সঞ্চয় করা।

স্বল্পমেয়াদি বিনিয়োগের সুবিধা

নমনীয়তা

দীর্ঘমেয়াদি বিনিয়োগের তুলনায়, স্বল্পমেয়াদি বিনিয়োগগুলি তাদের নমনীয়তার কারণে বেশি সুবিধাজনক। স্বল্পমেয়াদি বিনিয়োগ সাধারণত বিনিয়োগ সংস্থার উপরে নির্ভর করে এক বছরের কম সময়ের জন্য বিনিয়োগের সুযোগ প্রদান করে।

জরুরি পরিস্থিতি

যেহেতু স্বল্পমেয়াদি বিনিয়োগগুলি নমনীয়, আপনি যে কোনও সময়ে এটি প্রত্যাহার করতে পারেন, বিশেষত জরুরি অবস্থায়৷ কোনও জরুরি পরিস্থিতি এলে সকলেই ভাবেন সবথেকে ভাল সমাধান হল নগদ। কিন্তু নগদ থেকে আপনি সুদ পাবেন না, তাই স্বল্পমেয়াদি বিনিয়োগ করা সব সময়েই ভালো।

বাস্তব ফলাফল

স্বল্পমেয়াদি বিনিয়োগ দীর্ঘমেয়াদি বিনিয়োগের তুলনায় দ্রুত রিটার্ন প্রদান করে। আপনি মাত্র কয়েক সপ্তাহ বা কয়েক মাস বিনিয়োগের পরে অবিলম্বে ফলাফল উপভোগ করতে পারেন।

‘টাকা টক্‌’-এর প্রেজ়েন্টিং পার্টনার ‘বন্ধন মিউচুয়াল ফান্ড’।

এই প্রতিবেদনটি ‘টাকা টক্‌’ ফিচারের অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement