আপনাদের প্রশ্ন

সাধারণ মানুষ বিশেষ বিশেষ অনুমোদিত কারণে ব্যাঙ্ক অথবা বিভিন্ন অনুমোদিত বিদেশি মু্দ্রা লেনদেনকারী সংস্থার কাছ থেকে ডলার বা পাউন্ড কিনতে অথবা সেখানে বিক্রি করতে পারেন।

Advertisement
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬ ০৩:২৩
Share:

• আমি ব্যবসা করি। বিদেশি মুদ্রার লেনদেন সম্পর্কে তেমন কিছু জানি না। আমার প্রশ্ন—

Advertisement

১) সাধারণ মানুষ কি ব্যাঙ্কে ডলার-পাউন্ড কিনতে বা বিক্রি করতে পারেন?

২) ডলার-পাউন্ড কেনা বা বিক্রির প্রক্রিয়া কী?

Advertisement

ওয়ারিশ আলি

সাধারণ মানুষ বিশেষ বিশেষ অনুমোদিত কারণে ব্যাঙ্ক অথবা বিভিন্ন অনুমোদিত বিদেশি মু্দ্রা লেনদেনকারী সংস্থার কাছ থেকে ডলার বা পাউন্ড কিনতে অথবা সেখানে বিক্রি করতে পারেন।

যেমন, বিদেশে ভ্রমণের জন্য বছরে মোট ১০,০০০ ডলার কেনা যেতে পারে। উপহার এবং দানের জন্য কেনা যেতে পারে ৫,০০০ ডলার। আবার বিদেশে পড়াশোনার জন্য একজন কিনতে পারেন বছরে সর্বাধিক ১ লক্ষ ডলার। বিদেশি মু্দ্রা কেনা যেতে পারে বিদেশে চিকিৎসার খরচ মেটাতেও। বিদেশি কোনও সূত্র থেকে আয় বাবদ অথবা কিনে রাখা বিদেশি মুদ্রার যে-অংশ খরচ হয়নি, তা বিক্রি করা যেতে পারে ব্যাঙ্কের কাছে। রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত কারণ ছাড়া বিদেশি মু্দ্রা কেনা অথবা বিক্রি করা যায় না। যাঁরা লাভের উদ্দেশ্যে বিদেশি মু্দ্রার লেনদেন করতে চান, তাঁরা এক্সচেঞ্জ ট্রেডেড কারেন্সি ডেরিভেটিভ-এ অংশ গ্রহণ করতে পারেন। বিদেশি মুদ্রা কিনতে হলে কারণ জানিয়ে নির্ধারিত ফর্মে ব্যাঙ্কের কাছে আবেদন করতে হয়। আজকাল অনলাইন ব্যবস্থার মাধ্যমেও বিদেশি মুদ্রা কেনা যায়।

পরামর্শদাতা বিনিয়োগ বিশেষজ্ঞ অমিতাভ গুহ সরকার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন